মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিজের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল স্বামীসহ তার দুই ফেসবুকফ্রেন্ডের বিরুদ্ধে। ঘটনায় ইতোমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত স্বামী ও তার দুই ফেসবুকের বন্ধু। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে ভারতের বাণিজ্য নগরী মুম্বাইতে। পুলিশ স‚ত্রে জানা গেছে, ম‚ল অভিযুক্ত পেশায় একজন অটোচালক। পালঘর জেলার বাসিন্দা তিনি। অন্য যে দু’জন ধর্ষণের সময় তাকে সহযোগিতা করেছিল, তারা দুজনই মুম্বাইতে একটি ফার্মে কর্মরত ছিলেন। অভিযুক্ত স্বামী তার ২৩ বছরের স্ত্রীকে সিনেমা দেখানোর নাম করে যোগেশ্বরীতে নিয়ে আসে। এরপরে তাকে নিয়ে যাওয়া হয় একটি বাড়িতে। অভিযোগ সেখানে আগে থেকেই উপস্থিত ছিল অভিষেক ও মঙ্গেশ যাদব নামে আরও দুই অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, এই দুই ব্যক্তির সঙ্গে আগে থেকেই ফেসবুকে যোগ ছিল ম‚ল অভিযুক্তের। অভিযোগ, এরপর দুই সহযোগীকে দিয়ে নিজের স্ত্রীকে ধর্ষণ করায় অভিযুক্ত ব্যক্তি। শুধু তাই নয়, নিজেও স্ত্রীর ওপর যৌন নির্যাতন চালায়। ওই ঘটনার পর নির্যাতিতা নারী স্থানীয় পালঘর পুলিশ স্টেশনে অভিযোগ জানান। পালঘর পুলিশ স্টেশন মামলাটি হস্তান্তর করে যোগেশ্বরী থানায়। কলকাতা২৪।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।