নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গ্যাব্রিয়াল জেসুসের জোড়া গোলে ফুলহামের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ছাড়াও বার্নার্ডো সিলভা একটি ও ইলকায় গুনডোগান একটি করে গোল দেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ (রোববার) ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৬ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফুলহামের টিম রিয়াম। প্রতিপক্ষকে দশ দলের পেয়ে প্রথম গোলটি করেন গুনডোগান। গোলটি পেনাল্টি থেকে আসে। পরে ১৯ মিনিটে সিলভার পা থেকে আসে দ্বিতীয় গোল। প্রথমার্ধে আরও আক্রমণ হলেও গোল হয়নি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে একক ঝলক দেখান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। ৭২ মিনিটে প্রথম গোল করার তিন মিনিট পর আবরও জালের দেখা পান এই ব্রাজিলিয়ান। এরপর বাকি সময়ে আরকোন গোল না আসলে ৪-০ ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে পয়েন্ট টেবিলের দুই থাকা দলটি। ২৫ ম্যাচে সিটির পয়েন্ট ৫৪। অন্যদিকে দুই ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৬৭। তারাই আছে শীর্ষে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।