নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০২০ এর জেলা পর্যায়ের লড়াই। আসরের প্রথম সেঞ্চুরিয়ান বরিশাল টাউন স্কুলের মোহাম্মদ ইমান। বরিশাল সরকারী জেলা স্কুলের বিপক্ষে মাত্র ৬৬ বলে সেঞ্চুরির দেখা পান ইমান। ২৭৭ রানের বড় জয় পেয়েছে ইমানের স্কুল।
গতকাল সকালে বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে তার হার না মানা ১০০ রানে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩২৬ রানের বিশাল স্কোর গড়ে বরিশাল টাউন স্কুল। ইমানের শতক ছাড়াও ৬১ রান করেছে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামা অধিনায়ক রাহাত কাজি। ৯ বাউন্ডারি আর ৫ ছক্কায় ঠিক ১০০ রান তুলে অপরাজিত থাকে ইমান। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪৯ রানে গুটিয়ে যায় বরিশাল জেলা স্কুল। সাব্বির হালদার ৪ আর ইমান নেয় ২ উইকেট।
এরআগে জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস.এম. অজিয়র রহমান। উপস্থিত ছিলেন বরিশাল পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম ও প্রাইম ব্যাংক লিমিটেডের বরিশাল শাখার প্রধান মোহাম্মদ ফরিদ হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।