Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদকদ্রব্যসহ গ্রেফতার ২

সান্তাহারে তিন অভিযান

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

সান্তাহারে পৃথক তিনটি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। গত রোববার রাতে পুলিশের মাদকদ্রব্যবিরোধী অভিযানে গ্রেফতার দু’জন হচ্ছে মামুনুর রশিদ মামুন (৩২) ও হাফিজুল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, সান্তাহার রেলওয়ে জংশনে যাত্রাবিরতির সময় গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হয়। চিলাহাটি থেকে ঢাকার পথে ছেড়ে আসা ট্রেনটির চ নম্বর বগির বাম্পারে একটি ব্যাগে রাখা পরিত্যক্ত অবস্থায় ১৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ছিল।

একই রাতে সান্তাহারে আইসক্রিম তৈরির একটি ফ্যাক্টরি থেকে ৩০ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইনসহ মামুনুর রশিদ মামুনকে পুলিশ গ্রেফতার করে। এছাড়া শহরের হবির মোড় এলাকায় অপর এক অভিযানে ১০ লিটার চোলাই মদসহ হাফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকদ্রব্য

২৭ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ