Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজশাহীতে বিজিবির মাদকদ্রব্য ধ্বংস

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

রাজশাহী বিজিবি ব্যাটেলিয়ান-১ সদর দপ্তরে গতকাল দুপুরে ৪ কোটি টাকা বেশি মূল্যের মাদক ধ্বংস করা হয়। এর মধ্যে রয়েছে ৬৪ হাজার ৯০৫ বোতল ফেন্সিডিল, ২ কেজি ৫১০ গ্রাম হেরোইন, ১ হাজার ২০১ বোতল বিদেশী মদ, সাড়ে ২৬ লিটার চোলাই মদ, ১৯ হাজার ৭৬০ ইয়াবা ট্যাবলেট, ১৪৪ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৮০০ প্যাকেট পাতা বিড়ি, ৯০ পিস অনাগ্রা/নিমোসিল ট্যাবলেট, ১৪৪ কেজি কীটনাশক, ৪ হাজার ১২৫ পিস ইনজেকশন।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিকসহ বিজিবি, পুলিশ ও র‌্যাব এর কর্মকর্তারা ছাড়াও রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে নগরীতে মাদকবিরোধী র‌্যালী বের করা হয়। পরে মাদক প্রতিরোধে শপথ গ্রহন করে শিক্ষার্থীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকদ্রব্য ধ্বংস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ