Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিশুরা একদিন বড় হয়ে দেশ পরিচালনা করবে অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেন, আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ। শিশুরা একদিন বড় হয়ে দেশ পরিচালনা করবে। সে ক্ষেত্রে এখনই তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়া ও আ.লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারে আজ দেশ এগিয়ে যাচ্ছে। তিনি সরকারের শিক্ষা খাতের উন্নয়ন তুলে ধরেন।

গত শনিবার বিকালে মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় ৭২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম সিরাজুল হকের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক মো. আক্তার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ওসি মো. নাসির উদ্দিন মৃধা, বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা এসএম বিল্লাল হোসেন, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবি জেসমিন সুলতানা, কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. মামুনুর রশিদ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, নাজির আহমেদ মাস্টার প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রেভুলেশন ফোরামের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ