Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের সবচেয়ে ছোট স্বর্ণমুদ্রায় আইনস্টাইন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ৫:২১ পিএম

সুইজারল্যান্ডের সরকারি টাকশাল থেকে বিশ্বের সবচেয়ে ছোট স্বর্ণমুদ্রা বের করা হয়েছে। ১৯৯ সুইস ফ্রাংক বা সাড়ে ১৭ হাজার টাকায় এটি কেনা যাবে বলে বৃহস্পতিবার জানানো হয়েছে।

২০২০ সালের স্মারক মুদ্রা হিসেবে এটি বের করেছে সুইসমিন্ট। আপেক্ষিকতা তত্ত্বের জনক আলব্যার্ট আইনস্টাইনকে সম্মান দেখাতে মুদ্রায় তার ছবি ব্যবহার করা হয়েছে। এতে আইনস্টাইনকে জিহ্বা বের করা অবস্থায় দেখা যাবে। তবে মুদ্রাটি এতই ছোট যে, এই দৃশ্য দেখতে অনেক কসরত করতে হবে। বিষয়টি চিন্তা করে সুইসমিন্ট মুদ্রার সঙ্গে একটি করে আতশকাচও দিচ্ছে। ০.১২ ইঞ্চির এই মুদ্রার ওজন ০.০৬৩ গ্রাম। এটি অনলাইনে কেনা যাবে। তবে মাত্র ৯৯৯টি কয়েন বানানো হয়েছে।

১৮৯৭ সালে জার্মানির উলম শহরে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন আইনস্টাইন। ১৯০৩ থেকে ১৯০৫ সাল পর্যন্ত তিনি সুইজারল্যান্ডের রাজধানী বার্ন-এ বাস করেন। সেখানেই তিনি আপেক্ষিকতার তত্ত্ব আবিষ্কার করেছিলেন। পরে তিনি সুইজারল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেন। সূত্র: দ্য ডেইলি কুরিয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ