Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রান্নাঘরে পাওয়া গেল ৮৪ কোটি টাকার স্বর্ণমুদ্রা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

প্রায় চারশ বছরেরও পুরোনো একটির বাড়ির রান্না ঘরের মাটি খুঁড়ে পাওয়া গেছে ২৬০টিরও বেশি প্রাচীন স্বর্ণমুদ্রা। এর দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি টাকা। ইংল্যান্ডের পূর্ব ইয়র্কশায়ারের একটি বাড়ির রান্নাঘরের মেঝে থেকে স্বর্ণমুদ্রাগুলো পাওয়া যায়। সম্প্রতি নিলামে তোলা হয় সেই মহামূল্যবান মুদ্রাগুলো। বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্বর্ণমুদ্রাগুলো ১৬১০ থেকে ১৭২৭ সালের মধ্যে তৈরি। এগুলো ফার্নলে-মাইস্টার নামের এক পরিবারের সম্পত্তি। দীর্ঘদিন ধরেই ওই পরিবার বাল্টিক অঞ্চলে ব্যবসা করছে। তারা আরও জানান, জোসেফ ফার্নলে ও সারা মাইস্টার নামের এক দম্পতির বিয়ে হয় ১৬৯৪ সালে। ১৭২৫ সালে মৃত্যু হয় জোসেফের। ১৭৪৫ সালে মারা যান সারা। তারাই কোনো এক সময়ে নিজেদের রান্নাঘরে ওই স্বর্ণমুদ্রাগুলো লুকিয়ে রেখেছিলেন। তাদের মৃত্যুর কিছু দিন পর বংশ লোপ পায়। নিলামকারী সংস্থার দাবি, প্রত্যাশার থেকে তিন গুণেরও বেশি দাম উঠেছে মুদ্রাগুলোর। মোহরগুলোর সঙ্গে ইংল্যান্ডের ইতিহাস জড়িয়ে রয়েছে বলেই এত দাম উঠেছে। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রান্নাঘরে পাওয়া গেল ৮৪ কোটি টাকার স্বর্ণমুদ্রা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ