Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইস্ট ডেল্টা মেলায় চাকরি প্রত্যাশীদের ভিড়

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) আয়োজিত ‘চাকরি মেলা-২০২০’ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে তিন হাজার চাকরি প্রত্যাশী তরুণ ও ৩০টি দেশি-বিদেশি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। জাঁকজমকপূর্ণ এ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের তিন শতাধিক আবেদনকারির সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষাও নেয়া হয়। চট্টগ্রামে বসবাসরত তরুণদের ক্যারিয়ার গঠনে সহায়তা করার লক্ষ্যে দিনব্যাপী কেএসআরএম-এর সহযোগিতায় ইস্ট ডেল্টা প্রথম এ ধরনের চাকরি মেলার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক মু. সিকান্দার খান। মূল বক্তা ছিলেন বাংলাদেশে গুগলের প্রাক্তন কান্ট্রি ম্যানেজার কাজী মনিরুল কবির। বিশেষ অতিথি রবির কর্পোরেট ও পিপল এফেয়ার এর প্রাক্তন প্রধান মতিউল ইসলাম নওশাদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন সাঈদ আল নোমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাকরি

৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ