মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রোহিঙ্গা গণহত্যা রোধে মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) অন্তর্বর্তী আদেশকে যুক্তরাজ্য ও সুইডেন স্বাগত জানিয়েছে। যুক্তরাজ্য বলেছে, মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের সুরক্ষা দিতে হবে। আর সুইজারল্যান্ডের প্রত্যাশা, আইসিজের অন্তর্বর্তী আদেশ মিয়ানমার খুব দ্রুতই বাস্তবায়ন করবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক ব্রিটিশমন্ত্রী হিদার হুইলার বলেন, অন্তর্বর্তী ব্যবস্থা মেনে নিতে এবং কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমার সরকারকে তারা উৎসাহিত করবে। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের অন্তর্বর্তী আদেশ দেয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তিনি বলেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের অবশ্যই সুরক্ষা দিতে হবে। এগুলো মেনে নেয়ার জন্য মিয়ানমারের আইনগত বাধ্যবাধকতা রয়েছে। আদালত এটা স্পষ্ট করেও দিয়েছেন। আইসিজের অন্তর্বর্তী আদেশকে স্বাগত জানিয়ে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে বলেন, আমরা প্রত্যাশা করি মিয়ানমার অবশ্যই এ আদেশ দ্রুত বাস্তবায়ন করবে। শুক্রবার এক টুইটে তিনি বলেন, আইসিজের আদেশ মিয়ানমারের বিচার ও জবাবদিহিতার একটি গুরুত্বপ‚র্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, রাখাইনের রোহিঙ্গাদের ওপর পুনরায় অত্যাচার নির্যাতন বন্ধে এটি একটি প্রতিরোধম‚লক পদক্ষেপ। বৃহস্পতিবার বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে মিয়ানমারের করা আপত্তি খারিজ করে দিয়ে আইসিজে চার দফা আদেশ দেন। নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতের (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-আইসিজে) অন্তর্বর্তী আদেশে বলা হয়, রোহিঙ্গা গণহত্যা মামলার বিচার চলবে। একই সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনী কিংবা অন্য যে কোনো নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে যেন কোনো গণহত্যায় না জড়ায়, উসকানি না দেয়, কিংবা নির্যাতনের চেষ্টা না করে সেজন্য ব্যবস্থা নিতে মিয়ানমারের প্রতি আহŸান জানানো হয়েছে। এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।