Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলকাতায় এক টুকরো চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

কলকাতার ভিতরেও রয়েছে এক টুকরো চীন। সংখ্যাটা নেহাতই কম নয়। ওয়ারেন হেস্টিং-এর আমলে টং আছু নামে এক চীনা ব্যবসায়ীকে বজবজের ৬ কিলোমিটার দক্ষিণে বার্ষিক ৪৫ টাকা চুক্তিতে প্রায় সাড়ে ৬শ’ বিঘা জমি ভাড়া দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। টং আছু গঙ্গার ধারের ঊর্বর জমিতে আখ চাষ শুরু করেন। গড়ে তোলেন চিনি কারখানা। এরপর ১১০জন চীনা শ্রমিকও আসেন। গড়ে ওঠে চীনা কলোনি। আছুর নামেই, বজবজের উপকণ্ঠে গড়ে ওঠে,আজকের অছিপুর। বলা হয় টং আছু প্রথম চীনা নাগরিক যিনি বাংলায় বসতি স্থাপন করেছেন। আজও অছিপুরে রয়েছে তার সমাধিস্থল। কলকাতার চীনাদের কাছে সেই স্থান তাদের তীর্থক্ষেত্রের সমান। তারা সেখানে গিয়ে পুজো দেন আর আছুর প্রতি শ্রদ্ধা জানান। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কলকাতা

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ