মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোমবার ভোরের দিকে ঘন কুয়াশায় ছেয়ে যায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল। কুয়াশা এতটাই ছিল যে, দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয়েছিল বিমান পরিষেবা। দৃশ্যমানতা কমে গিয়ে ৫০ মিটারে ঠেকে সকালে। বেশ কয়েকটি বিমান অবতরণ করতে না পেরে ফিরে যায়। অন্য কোনও বিমানও উড়ে যায়নি কলকাতা থেকে। এর জেরে অনেক যাত্রী আটকে পড়েন বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশার জন্য দৃশ্যমানতা এতটাই কম ছিল যে সকালের দিকে কোনও বিমানই উড়তে পারেনি। এদিকে কলকাতায় অবতরণ না করতে পারা অধিকাংশ বিমান পাঠানো হয় রাঁচি বিমানবন্দরে। ঘন কুয়াশার জেরে শুধু বিমান পরিষেবা ব্যাহত হয়নি, কুয়াশার কারণে কলকাতা ও আশেপাশে যান ও ফেরি চলাচলও ব্যাহত হয় সকালে। সকালে প্রায় ৯টা পর্যন্ত আলো জ্বালিয়ে গাড়ি চলাতে হয়েছিল চালকদের। ট্রেন পরিষেবাও বিঘ্নিত হয়। সকালের দিকের বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বদল করা হয়। দক্ষিণের অন্যান্য জেলাতেও এদিন কুয়াশার প্রকোপ দেখা যায়। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায়। রোদ ওঠে। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।