প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভালোবাসা দিবস উপলক্ষে তিনটি নাটক নির্মাণ করছেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকগুলো হলো আই হেট লাভ স্টোরি, ভেরি রিসেন্টলি ও সেই তো এলে তুমি। আই হেট লাভ স্টোরি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করছেন জোভান আহমেদ ও তানজিন তিশা। ভেরি রিসেন্টলি নাটকে অভিনয় করছেন অপূর্ব, সোহিনী ইসরাত ও তানজিন তিশা। সেই তো এলে তুমি নাটকে অভিনয় করেছেন আরফান নিশো ও তানজিন তিশা। এরই মধ্যে দুইটি নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। আরও একটি নাটকের শুটিং খুব শীঘ্রই শুরু হবে। মোস্তফা কামাল রাজ বলেন, তিনটি নাটক তিন রকমের গল্প। কাস্টিংও আলাদা। তিনটি প্রেমের গল্প। কিন্তু তিন রকম প্রেক্ষাপট নিয়ে নাটক নির্মাণ করা হয়েছে। আমি বেশিরভাগ ক্ষেত্রে প্রেমের গল্প নিয়ে কাজ করি। তার সঙ্গে ফ্যামিলি ড্রামা থাকে। সে দিক থেকে এবারও তিনটি প্রেমের গল্প থাকবে। তবে পুরোপুরি নতুন গল্প। আশা করি, নাটকগুলো দর্শকদের ভালো লাগবে। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত তিনটি নাটকের মধ্যে দুইটি নাটক সিনেমাওয়ালা ও একটি নাটক গানের ডালির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।