Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালোবাসা দিবসে সুনেরাহর ‘শূন্য থেকে শুরু’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৪৪ পিএম | আপডেট : ৪:৪৪ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০২১

সেরা অভিনেত্রী হিসেবে মাত্রই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ‘ন ডরাই’ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আলোচনা চলছে নতুন চলচ্চিত্র নিয়েও। তবে এর আগে আরও একটি গল্পে দেখা যাবে এই শিল্পীকে। টেলিভিশনের জন্য করছেন নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যেখানে সহ অভিনেতা হিসেবে পাশে পেয়েছেন গায়ক-নায়ক তাহসান খানকে। ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হচ্ছে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ শিরোনামের বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য। এর একটিতে অভিনয় করছেন তারা। নাম ‘শূন্য থেকে শুরু’। পরিচালনায় আছেন শঙ্খ দাশগুপ্ত।

এ প্রসঙ্গে সুনেরাহ বলেন, আমি নাটকে সাধারণত কাজ করি না। তাই স্বল্পদৈর্ঘ্যে করছি। আর ‘কাছে আসার গল্প’টা আমার কাছে বিশেষ মনে হয়। এর আগেও এই ব্যানারে কাজ করেছি, এবারও করলাম। সিলেটসহ বিভিন্ন জায়গায় আমরা শুটিং করছি। গতকালও এর কাজ চলছে।

এবার কাছে আসার গল্পের নাটকগুলো তৈরি করছেন রায়হান রাফি, অনম বিশ্বাস ও শঙ্খ দাশগুপ্ত। এগুলো ভালোবাসা দিবসে একযোগে দেশের ১৬টি চ্যানেলে প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভালোবাসা দিবস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ