প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী-মডেল প্যামেলা অ্যান্ডারসন এক একান্ত অনুষ্ঠানে শীর্ষ চলচ্চিত্র প্রযোজক জন পিটার্সকে বিয়ে করেছেন। হলিউড রিপোর্টার জানিয়েছে পিটার্স আর অ্যান্ডারসন ৩০ বছর আগে স্বল্প সময়ের জন্য ডেট করেছিলেন। গত ২০ জানুয়ারি তার ম্যালিবুতে বিয়ের শপথ উচ্চারণ করেন। প্যামেলা (৫২) আর জন (৭৪) কয়েকমাস আগে থেকে পুনর্মিলিত হন এবং তারা তাদের সম্পর্ক গোপন রাখেন। পিটার্স ‘এ স্টার ইজ বর্ন’ চলচ্চিত্রের ১৯৭৬ ও ২০১৮ সংস্করণ প্রযোজনা করেছেন। “প্যামেলা শিল্পী হিসেবে তার পুরো দক্ষতার স্বীকৃতি পায়নি। তার জ্বলে ওঠা বাকি আছে। চোখে যা দেখা যায় সে তার চেয়েও বেশি, তা না হলে তাকে আমি এতো ভাল বাসতাম না। সবখানে সুন্দরী আছে। আমি তার থেকে বেছে নিতে পারতাম- আমি শুধু প্যামেলাকে চেয়েছি বলে ৩৫ বছর অপেক্ষা করেছি। সে আমাকে অনুপ্রাণিত করে। সে যেমন চায় সেভাবেই আমি তাকে সুরক্ষা করব,” পিটার্স বলেন। ‘বেওয়াচ’ তারকা অ্যান্ডারসন পিটার্স সম্পর্কে বলেন,” জন হলিউডের আসল ‘ব্যাড বয়’- কারও সঙ্গে তুলনীয় নয়- আমি তাকে পরিবারের সদস্যের মতই ভালবাসি। তার জীবন আমাকে ভীত করত। আমার মত নারীর মত সে আধিক্য। এখন আমি জীবনের অনেক দেখেছি আর বুঝেছি।” প্যামেলার প্রাক্তন স্বামীদের মধ্যে আছেন রক তারকা টমি লি এবং র্যাপ গায়ক কিড রক। পিটার্সের প্রাক্তন স্ত্রীরা হলেন- অভিনেত্রী লেসলি অ্যান ওয়ারেন, প্রযোজক ক্রিস্টিন ফরসাইথ, এছাড়া বারব্রা স্ট্রাইস্যান্ডের সঙ্গে তার ১২ বছরের সম্পর্ক ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।