Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়পুরে মসজিদ কমিটির সাবেক ও বর্তমান ২ নেতার মধ্যে সংঘর্ষ, আহত-৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২০, ২:৪৪ পিএম

রায়পুর বড় মসজিদ (ওয়াক্‌ফ এস্টেট) পরিচালনা কমিটির সাবেক ও বর্তমান দুই নেতার মধ্যে সংঘর্ষ ৫ জন আহত হয়েছে । শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে রায়পুর বড় মসজিদে ঘটনাটি ঘটে।

জানা গেছে, ২০১০ সাল থেকে রায়পুর বড় মসজিদ (ওয়াক্‌ফ এস্টেট) পরিচালনা কমিটির সেক্রেটারি পদে দায়িত্ব পালন করেছেন কাজী জামসেদ কবির বাকী বিল্লাহ। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর তারিখে বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয় কামরুল আল মামুনকে মসজিদসহ ওয়াকফ্ সম্পত্তিটির মোতাওয়াল্লী পদে নিয়োগ দেন। কিন্তু সেক্রেটারি বাকী বিল্লাহ নবনিযুক্ত মোতাওয়াল্লীকে দায়িত্ব বুঝিয়ে দেননি। প্রায় সাড়ে ৪ বছর এভাবেই চলে। রায়পুর বড় মসজিদ ওয়াক্ফ এস্টেট নিয়ে চলতি বছরের ৬ জানুয়ারি লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যলয়ের সহকারী কমিশনার (আরএম শাখা) শারমিন আক্তার সুমির স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে মোতাওয়াল্লী কামরুল আল মামুনকে ১০ দিনের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য অব্যহতি প্রাপ্ত কমিটির সেক্রেটারী কাজী জামসেদ কবির বাকী বিল্লাহকে নির্দেশ দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, গত ১৭ জানুয়ারি জুমার নামাজের সময় বাকী বিল্লাহ নবনিযুক্ত মোতাওয়াল্লী মামুনকে পরিচয় করে দিয়েছেন। কিন্তু অফিসিয়ালি দায়িত্ব বুঝিয়ে দেননি। গত শুক্রবার জুমার নামাজের সময় নিজের পরিচয় দিয়ে বক্তব্য দিতে গেলে মোতাওয়াল্লী মামুনের উপর হামলা চালায় বাকী বিল্লাহ ও তার লোকজন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রায়পুর থানায় বিষয়টি নিয়ে বৈঠক হয়। এতে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া, বাকী বিল্লাহ ও আহত মোতাওয়াল্লী কামরুল আল মামুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়টি এড়িয়ে গিয়ে রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামসেদ কবির বাকী বিল্লাহ বলেন, এমপি সাহেব সহ থানায় বৈঠক বসে বিষয়টি মিমাংসা করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আপোষ মিমাংসার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে। যেকারণে লিখিত অভিযোগ হয়নি।

তবে এ বিষয়ে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুলের বক্তব্য পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ