Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই

নতুন আঙ্গিকে ২০২১

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

ছয় মাসের মধ্যে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই প্রথাগত বাছাইপর্ব অনুসরণের সুযোগ ছিল বেশ কঠিন। এ কারণে ভারতে হতে যাওয়া ২০২১ বিশ্বকাপের জন্য পাল্টে ফেলেছে বাছাইপর্বের প্রক্রিয়া। আইসিসির পাঁচটি অঞ্চল আফ্রিকা, আমেরিকা, এশিয়া, প‚র্ব-এশিয়া প্যাসিফিক ও ইউরোপে হবে ১১টি আঞ্চলিক বাছাই টুর্নামেন্ট। সেগুলোর সেরা আট দল খেলবে আরেকটি বাছাই টুর্নামেন্টে। ২০২০ সালের ১ জানুয়ারিতে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা জিম্বাবুয়ে, নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও হংকং খেলবে এই ধাপে। সেখানে তাদের সঙ্গে যুক্ত হবে অস্ট্রেলিয়া বিশ্বকাপের তলানির চার দল। ১৬ দলের বাছাইপর্ব থেকে চারটি দল খেলবে ভারত বিশ্বকাপে। অস্ট্রেলিয়া বিশ্বকাপের শীর্ষ ১২ দল সরাসরি জায়গা পাবে এই আসরে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি-টোয়েন্টি

১৪ নভেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ