গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর স্বামীবাগের স্কন মন্দিরে গেলে সংগঠনের সভাপতি গৌতম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক তরুণ দে এ ঘোষণা দেন। এসময় ইশরাকের সাথে এডভোকেট নিতাই রায় চৌধুরী, অমলেন্দু অপু, দেবাশীষ রায় মধু, রমেশ দত্ত, নির্জন বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন ।
এরপর লোকনাথ আশ্রম, গড়িয়া মঠ ও টিকাটুলি ভোলাগিরি আশ্রমে যান ইশরাক হোসেন।
মন্দিরের পুরোতিগণসহ স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
নিতাই রায় চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমাদের মন্দিরে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসেছিলেন। তার সঙ্গে আমরা এখানে গণসংযোগে অংশ নিয়েছি।
তিনি বলেন, আমরা মনে করি অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান ইশরাক হোসেন ঢাকার মেয়র হওয়ার জন্য উপযুক্ত। আমরা এটাও বিশ্বাস করি, তরুণরাই আগামীতে ঢাকা সিটিকে নেতৃত্ব দিবেন। আমরা চাই তাদের নেতৃত্বে ঢাকা শহর পরিচালিত হোক।
ইশরাক হোসেনকে এসময় ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।