Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সান্তাহারে আবাসিক হোটেলে অভিযান ৪ নারীসহ গ্রেফতার ৯

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

আদমদীঘি থানা পুলিশ কয়েকটি আবাসিক হোটেলে গত মঙ্গলবার অভিযান চালিয়ে ৫ নারীসহ ৯ জনকে গ্রেফতার করেছে। পরে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে তাদের কারাদন্ড দেয়া হয়। এছারা ৫টি আবাসিক হটেলে তালা লাগিয়ে দেয়া হয়।

জানা যায়, সান্তাহার শহরের টিকিট কাউন্টারের পশ্চিম পার্শ্বে প্রায় ১০টি আবাসিক হোটেলে দিনরাত চলে আসছে দেহব্যবসা। এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলর প্রশাসনকে লিখিতভাবে অবহিত করার পরও এই কর্মকান্ড বন্ধ হয়নি। ফলে অবাধে হোটেলগুলোতে দেহব্যবসা চলায় এলাকার যুব সমাজ ও কলেজ পড়–য়া সন্তানদের নিয়ে চিন্তত হয়ে পরেছেন অভিভাবকরা। সান্তাহার শহর থেকে আদমদীঘি থানা সদর প্রায় ৮ কিলোমিটার দূরে।

আদমদীঘি থানার ওসি মো. জালাল উদ্দীন সান্তাহার শহরের হোটের ব্যবসায়ীদের নিয়ে গত রোববার বৈঠক করে অবৈধ কর্মকান্ড বন্ধের নির্দেশ দেন। এর পরও হোটেল ব্যবসায়ীরা অবৈধ কর্মকান্ড বন্ধ করছেন না। গত মঙ্গলবার দুপুরে আদমদীঘি থানা পুলিশ শহরের স্টেশন এলাকার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫ নারীসহ ৯ জনকে গ্রেফতার করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন এবং পলাশ, শাফিন, শুভ, মাসুসিতা ও মুন হোটেলে তালা দিয়ে বন্ধ করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।

দন্ডপ্রাপ্তরা হলেন ময়মনসিংহের গফফরগাঁয়ের সোমা (২২), দিনাজপুরের আখি (২৩), চট্টগ্রামের সুর্বনা (২৫), খুলনার খালিশপুরের সুমি (২৮), নওগাঁর গোবিন্দপুরের আব্দুল মতিন (৩৫), সান্তাহারের মাহবুব (৩২), নশরতপুর এলাকার রাসেল (২৬), লহ্মীপুরের রিপন (২২)। তালসনের রতন (৩৬)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ