Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

পরমাণু অস্ত্র পরীক্ষার হুমকি

বিদেশি পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকার বিদ্বেষী নীতি অব্যাহত থাকলে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার স্বপ্ন কোনোদিনও বাস্তবায়িত হবে না মন্তব্য করেছেন জাতিসংঘের সদরদপ্তরে নিযুক্ত উত্তর কোরিয়ার প্রধান ক‚টনীতিক জো ইয়ং-চোল। মঙ্গলবার পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এ সময় উত্তর কোরিয়ার প্রধান ক‚টনীতিক বলেন, আমেরিকা যেহেতু পরমাণু আলোচনা শুরু করার ব্যাপারে পিয়ংইয়ংয়ের বেঁধে দেয়া সময়সীমা উপেক্ষা করেছে; কাজেই উত্তর কোরিয়া এখন সব বিধিনিষেধ উপেক্ষা করে পরমাণু অস্ত্র পরীক্ষা এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা আবার শুরু করবে।’ উত্তর কোরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে মানবিক উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিপক্ষ যেখানে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না সেখানে আমরা কেন আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব?’ গেল বছর ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের হ্যানয় শীর্ষ বৈঠক ভেস্তে যায়। কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে ঐক্যমত্য না হওয়ায় ওই আলোচনা ভেস্তে যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। অপরদিকে, বিদেশি পর্যটকদের উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় এমন পদক্ষেপ নিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার একাধিক ফরেন ট্যুর অপারেটরের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স। ফরেন ট্যুর অপারেটররা জানিয়েছেন, বুধবার থেকে বিদেশি পর্যটকদের জন্য উত্তর কোরিয়ায় প্রবেশ নিষিদ্ধের এ নিয়ম কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধপ‚র্ণ সম্পর্কে থাকা উত্তর কোরিয়ার প্রধান পৃষ্ঠপোষক চীন। দেশটি থেকে বিপুল পরিমাণ লোকজন পিয়ংইয়ং-এ বেড়াতে যান। এখন সেই চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিপাকে ফেলেছে উত্তর কোরিয়ার বৈদেশিক পর্যটনকে। চীনা একটি ট্রাভেল এজেন্সির প্রধান চা ইয়ংইয়ং রয়টার্সকে জানিয়েছেন, উত্তর কোরীয় অংশীদারদের কাছ থেকে মঙ্গলবার তারা ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত বার্তা পেয়েছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ