Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণজোয়ারে আতঙ্কিত প্রতিপক্ষ: তাবিথ আউয়াল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ৭:৩৫ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, গণসংযোগে গণজোয়ার দেখে তার প্রতিপক্ষ আতিকুল ইসলাম ভয় পেয়েছেন। মানসিকভাবে অশান্তিতে আছেন। তাই সত্য ঘটনাকে বিএনপির নিজেদের মধ্যে সংঘর্ষ বলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। তিনি জানান, হামলার বিষয়ে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, তা জানতে ৪৮ ঘণ্টা অপেক্ষা করবেন। 

আজ বুধবার সকালে গাবতলীতে তার ওপর হামলার বিষয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি এ কথা বলেন।

সকাল সাড়ে ১০টায় উত্তর সিটির ৪৯ নম্বর ওয়ার্ডের হাজিক্যাম্পের সামনে নির্বাচনী জনসংযোগ শুরুর প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই তিনি এ সব কথা বলেন।
তাবিথ আউয়াল বলেন, হামলায় উত্তর সিটিতে আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিব সারওয়ার উপস্থিত ছিলেন। তারা আমাকে চিহ্নিত করে হামলা করেছেন। এখন পুলিশকে প্রভাবিত করতে চেষ্টা করছেন। গত রাতে এ ঘটনায় থানায় মামলা নেয়নি। এখন আমরা নির্বাচন কমিশনের তদন্তের অপেক্ষায় আছি।

বিএনপি নির্বাচন করছে না খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করছে আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যর জবাবে তাবিথ বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আজকে বাংলাদেশের বৃহত্তর জনমানুষের মুক্তির সংগ্রাম। তারা ভোটের মাধ্যমে রায় দিতে চান। কারণ, তাঁরা দুর্নীতি ও দুঃশাসনকে প্রশ্রয় দেবেন না। খালেদা জিয়ার মুক্তি সবার মুক্তি সংগ্রামকে একত্র করবে।
তাবিথ যখন হাজিক্যাম্পের সামনে পথসভা করছিলেন, তখন সড়কের বিপরীত পাশে আওয়ামী লীগের নেতা-কর্মীাদের জটলা বেঁধেছিল।

ধানের শীষের প্রচারণার পাশেই আওয়ামী লীগের প্রচারণা চলছে। এতে সংঘর্ষ হওয়ার আশঙ্কা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের কর্মীরাও তাদের নেতাদের কথা ও কাজ দেখে ঘৃনা প্রকাশ করছে এবং বিরক্ত হচ্ছে। সকলে চায় আনন্দ উৎসবের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন। কিন্তু আওয়ামী লীগের নেতারা সেটা চায় না। আমি অনেক আওয়ামী কাউন্সিলর প্রার্থীর কাছে ভোট চেয়েছি, হাত মিলিয়েছি। শুভেচ্ছা বিনিময় করেছি। আজও লক্ষ্য করেছি, আমাদের নেতা আ স ম রব যখন বক্তব্য দিচ্ছিলেন রাস্তার উল্টোদিকে আওয়ামী নেতা-কর্মীরা কর্মীরা জড়ো হয়েছেন। তারা বক্তব্য শুনছিলেন। তারা সমর্থন করে একমত হয়েছেন। এতে বুঝা যায়, আওয়ামী লীগের দু-একজন বিশেষ মহলের নেতার আচরণ দেখে বিরক্ত হচ্ছেন।
প্রতিপক্ষকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, আমরা নির্বাচনকে বানচাল করার জন্য আওয়ামী লীগের দু’একজন শীর্ষ ব্যক্তিত্বকে প্রশ্রয় দেব না।

গতকালের হামলার বিষয়ে নির্বাচন কমিশনে পদক্ষেপের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অভিযোগ দাখিল করেছি। আমরা দেখব নির্বাচন কমিশন তাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত করে কী প্রতিবেদন দেয়। কমিশনের উচিত ছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে তৎপর হওয়া। ম্যাজিস্ট্রেটরা সরকারের বেতন নিচ্ছেন, অথচ দায়িত্ব পালন করছেন না।
হাজিক্যাম্পের সামনে পথসভায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রব বক্তব্য রাখেন। তিনি খালেদা জিয়ার মুক্তি ও ধানের শীষে ভোট চান। তিনি বলেন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন। ফলাফল না নিয়ে বাড়ি ফিরবেন না। এটা আপনাদের ন্যায্য অধিকার। ধানের শীষে ভোট দিলে দেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে।

তিনি বলেন, গতকাল হামলা হয়েছে, সরকারকে জানিয়ে দিতে চাই গুন্ডামি করে, সন্ত্রাসী করে তাবিথকে পরাজিত করতে পারবেন না।
তিনি বলেন, তাবিথ আউয়ালকে ভোট দিলে মেট্রোপলিটন সরকার করা হবে। আপনারা নিরাপদে রাজধানীতে বসবাস করতে পারবেন।
হাজিক্যাম্প থেকে তাবিথ দক্ষিণখানের প্রেমবাগান, গাওয়াইর হয়ে চেয়ারম্যানবাড়ী ও থানা রোডে জনসংযোগ করেন। এরপর কাওলা স্টাফকোয়াটার, ৪৮নং ওয়ার্ডের নাগরিয়া বাড়ি, প্রতিবন্ধি সংস্থা, ৪৪নং ওয়ার্ডে দোবাদিয়া বাজার, কাচকুড়া, ৫০নং ওয়ার্ডের কসাই বাড়ী, আজমপুর কাঁচাবাজার গণসংযোগ চালান। সেখান থেকে উত্তরা ৪, ৬, ৮ ও ৯ নং সেক্টর পর্যন্ত গণসংযোগ করেন।
এদিন গণসংযোগে হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। রাস্তায় সমর্থক ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন। বয়োজ্যেষ্ঠ অনেকে তাকে জড়িয়ে দোয়া করেন।

এ সময় তাঁর সঙ্গে বিএনপি নেতাদের মধ্যে শামা ওবায়েদ, সাইফুল আলম নীরব, কলিমউদ্দিন আহমেদ মিলন, গফুর ভূঁইয়া, নজরুল ইসলাম আজাদ, ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন (টিফিন ক্যারিয়ার প্রতীক), ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলী আকবরসহ (টিফিন ক্যারিয়ার) বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্বে কোনো ঘোষণা ছাড়া স্থানীয় আওয়ামী লীগ দক্ষিণ খান বাজারে তাৎক্ষণিক সভা ডাকায় বিএনপির পূর্বনির্ধারিত পথসভা করতে দেয়নি পুলিশ। তাবিথ আউয়াল সহ বিএনপির নেতাকর্মীদেরকে দক্ষিণ খান চেয়ারম্যান বাড়ির পাশ দিয়ে উত্তরা আনোয়ারা মডেল কলেজ রোড় দিয়ে বিএনপির গণসংযোগ ঘুরিয়ে দিয়েছে পুলিশ।

তাবিথের মায়ের গণসংযোগ: আজ দুপুর মিরপুরের সেনপড়া-পর্বতা এলাকায় তাবিথ আউয়ালের পক্ষে গণসংযোগে নামেন তার মা নাসরিন ফাতেমা আউয়াল। তিনি ওই এলাকার স্থানীয় মহিলা দলের নেতা-কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান। এ সময় তিনি বলেন, তার ছেলের ওপর যে কায়দায় হামলা হয়েছে, তা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। তিনি নির্বাচন কমিশনকে সকলের জন্য সমান সুযোগ তৈরির করার আহ্বান জানান।

আগামীকালের কর্মসূচি: মোহাম্মদপুরের রায়েরবাজার খেলার মাঠের পশ্চিমে হাশেম খান মার্কেট থেকে শুরু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি করপোরেশন নির্বাচন

২৯ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ