Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রহনপুরে ট্রাক চাপায় দুজন নিহত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ৭:৩১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রহনপুর-আড্ডা সড়কের রহনপুর ইউনিয়নের মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওগাঁর পোরশা উপজেলার জুয়েল পাইলা গ্রামের আইউব আলীর ছেলে হাবিবুর (৩৮) ও সাইফুল ইসলামের ছেলে মোজাহার (৩৫)। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহত ওই ২ মোটরসাইকেল আরোহী একটি চাল ভর্তি ট্রাককে (রাজ মেট্রো-ট-১১-০২০৯) ওভারটেক করার সময় সামনে থেকে আসা পাওয়ার টিলারকে সাইড দিতে গিয়ে চলন্ত ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন লেগে যায়।

খবর পেয়ে রহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে দুপুর ২টার দিকে পথিমধ্যে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক মিলন পলাতক রয়েছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন বলেন, ট্রাকটি (রাজ মেট্রো ট-১১-০২০৯) আটক করা হয়েছে। ট্রাক চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ