Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেবাননে সহিংস বিক্ষোভ অব্যাহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

নতুন সরকার গঠন এবং অর্থনৈতিক সঙ্কট নিরসনের দাবিতে লেবাননে সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। রোববার রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত দুই দিনে প্রায় পাঁচশ’ মানুষ আহত হয়েছেন। প্রতিবাদকারীদের রুখতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। রণক্ষেত্র লেবাননের রাজধানী বৈরুত। রোববার দিনভর বিক্ষোভের পর রাতেও রাজপথ আগলে রাখে আন্দোলনকারীরা। তারা বিভিন্ন স্থানে রাজপথ অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে বাধা দিলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়। এ পর্যায়ে পানি কামান এবং রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় তাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে। নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করে আন্দোলনকারীরা। একপর্যায়ে গুলি ছোড়ে পুলিশ। এতে আহত হয় বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয়। তারা বলছে, আমরা যখন এখানে আসি, তখনো সহিংসতা চলছিলো। সরকারি এজেন্সিগুলো এর জন্য পুরোপুরি দায়ী। কারণ আন্দোলনকারীরা শান্তিপ‚র্ণভাবে বিক্ষোভ শুরু করলেও পুলিশ তাদে বাধা দেয়। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেবানন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ