মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাণিজ্যিক স্বার্থ নিয়ে বেশি আগ্রহী পশ্চিমি দেশগুলি, আর তাই কাশ্মীর নিয়ে কোনও আগ্রহই দেখাচ্ছে না তারা- এমনটাই মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত বৃহস্পতিবার পাকিস্তানের উদ্যোগে কাশ্মীর প্রসঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে তোলার চেষ্টা করেছিল চিন, কিন্তু অন্য সদস্যদের আপত্তিতে তা বাতিল হয়ে যায়।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে ইমরান খান বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমি দেশগুলির কাছে বাণিজ্যিক স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারতের বিশাল বাজার হাতছাড়া করতে চায় না বলেই কাশ্মীরের ৮০ লক্ষ মানুষের সঙ্গে কী ঘটছে, ভারতের সংখ্যালঘুদের সঙ্গে কী ঘটছে, সে ব্যাপারে নিশ্চুপ পশ্চিমি দেশগুলি।' আর এবার সরাসরি নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা প্রসঙ্গে ভারতকে চরম হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
গতকাল রবিবার ট্যুইটারে তিনি বলেন, ' ভারতীয় সেনা নিয়ন্ত্রণরেখা পার করে দিনের পর দিন হামলা চালাচ্ছে। ওই হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। হামলার মাত্রা ক্রমে বেড়েই চলেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত এ নিয়ে ভারতকে সতর্ক করা। নিয়ন্ত্রণরেখার অন্যদিকে তারা যাতে হামলা না চালায় তা নিয়ে ভারতকে সতর্ক করা উচিত।'
ইমরানের দাবি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন তিনি। ইমরানের কথায়, 'আমি বলেছিলাম, ভারত এক পা এগোলে, আমরা দু'পা এগোতে প্রস্তুত। কিন্তু তারপরই জানতে পারলাম আরএসএস মতাদর্শের কারণে ভারত সেই প্রস্তাব গ্রহণ করছে না।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।