বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় ৪০টি নতুনভাবে পুনর্বাসিত সাইক্লোন সেল্টার হস্তান্তর করেছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডবিøউএফপি)। রোববার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে টেকনাফের শামলাপুর শীলখালী এলাকায় একটি পুনর্বাসিত সাইক্লোন সেল্টারে আয়োজিত অনুষ্ঠানে কক্সবাজার জেলা প্রশাসনের মাধ্যমে সাইক্লোন সেল্টারগুলো হস্তান্তর করে সংস্থাটি। এতে ডেপুটি কমিশনারের কার্যালয় এবং ডবিøউএফপি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংস্থাটি জানিয়েছে, সাইক্লোন সেল্টারগুলো জরুরি পরিস্থিতিতে প্রায় ৩৬ হাজার মানুষকে রক্ষা করবে। ডবিøউএফপি ডিজাসটার রিসিলিআন্স প্রোজেষ্ট এর প্রথম পর্যায়ের অংশ হিসেবে এগুলো কাঠামোগতভাবে পুনর্বাসিত করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের জন্য আরো ভালোভাবে প্রস্তুতি গ্রহণ এবং সাড়া দেয়ার জন্য স্থানীয় সরকার এবং স¤প্রদায়ের সক্ষমতা জোরদার করা ডবিøউএফপি ডিজাসটার রিসিলিআন্স প্রজেক্ট এর অন্যতম লক্ষ্য। ৬ মাসব্যাপী পুনর্বাসন কাজের মাধ্যমে এ প্রজেক্ট কক্সবাজার জেলার স্থানীয় প্রায় ৪ হাজার ৪শ’ জন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছে।
ডবিøউএফপি কক্সবাজারের এমারজেন্সি কো-অরডিনেটর পিটার গেস্ট বলেছেন, বাংলাদেশের অন্যতম ঝুঁকিপূর্ণ এবং দুর্যোগপ্রবন অঞ্চলগুলোর মধ্যে কক্সবাজার অন্যতম। এ কারণেই আমরা প্রাকৃতিক দুর্যোগের সময় জীবনরক্ষা করতে স্থানীয় জনগণের সহনশীলতা বাড়ানোর জন্য অগ্রধিকার দিচ্ছি। আমাদের বিশ্বাস পুনর্বাসন কাজগুলো এ অঞ্চলের মানুষের জীবনে টেকসই এবং ইতিবাচক প্রভাব ফেলবে। কাঠামোগুলোকে ঘূর্ণিঝড় ও বন্যার সময় আরও দৃঢ়ভাবে সক্ষম করতে ডবিøউএফপি ৩০ সাইক্লোন সেল্টারের মধ্যে বিদ্যুত সরবরাহের জন্য সৌর প্যানেল স্থাপন করেছে এবং সেগুলোর প্রত্যেকটিতে পানি এবং স্যানিটেশন সুবিধা যুক্ত করেছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলি জানান- আমি ডবিøউএফপি এবং ইউএসএএইডি, ওএফডিএ এর প্রতি আমার কৃতজ্ঞতা এবং প্রশংসা জানাই তাদের যোগ্য নেতৃত্ব এবং কক্সবাজারের আক্রান্ত স্থানীয় সমাজের প্রতি তাদের কাজের প্রতি প্রতিশ্রæতির জন্য যা একান্তভাবে প্রয়োজন। সাইক্লোন সেল্টারগুলো অন্যান্য অভিযোজন অবকাঠামোগুলোর সাথে বিশেষত বৃষ্টিপাত এবং বন্যার তীব্রতার সময় স্থানীয় স¤প্রদায়ের সহনশীলতা বাড়াতে অবদান রাখবে।
ইউএসএআইডি এর ইউএস ফরেন ডিজাসটার অফিসার মিস রেচেল গালাগার জানান, বেশির ভাগ সময় এ দালানগুলো স্কুল বা মিউনিসিপাল অফিস হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু যখন পরবর্তী দুর্যোগ আঘাত হানবে, এই পুনর্বাসিত সাইক্লোন সেল্টারগুলোর প্রত্যেকটি প্রায় এক হাজার মানুষকে বন্যা, ভূমিধ্বস, বৃষ্টি এবং ঝড়ো হাওয়া থেকে বাঁচাতে পারবে। আমরা কক্সবাজারকে দুর্যোগের বিরুদ্ধে আরো সহনশীল করতে যা কাজ করেছি এবং ডবিøউএফপি, স্থানীয় এনজিও, বাংলাদেশ সরকার এবং স্থানীয় স¤প্রদায়ের সাথে আমাদের স্বাবলম্বনের যে যাত্রা তার সহযোগী অংশীদারিত্ব নিয়ে অনেক গর্বিত। ডবিøউএফপি ২০২০ সালের মধ্যে উখিয়া ও টেকনাফ উপজেলায় আরও ৪০টি সাইক্লোন সেল্টার পুনর্বাসন করার আশা করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।