Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন প্রজন্মকে উজ্জ্বল ভবিষ্যতের ঠিকানার সন্ধান দিতে হবে -মহিউদ্দিন চৌধুরী

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ‘মুক্তিযুদ্ধের বিজয়মেলা বীর বাঙালির অহংকার’- এই স্লোগানে আগামী পহেলা ডিসেম্বর থেকে চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে শুরু হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয়মেলা। এই উপলক্ষে গতকাল (বুধবার) মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের কার্যালয়ে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, মেলায় বাঙালির সুস্থ ধারার সংস্কৃতির প্রতিফলন ঘটানো হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত করে উজ্জ্বল ভবিষ্যৎ-এর ঠিকানার সন্ধান দিতে হবে। মাসব্যাপী এ মেলায় নৃৎশিল্প, কুটিরশিল্প, হস্তশিল্প এবং দেশি-বিদেশি শিল্প প্রতিষ্ঠান ও স্থানীয় উৎপাদিত পণ্যসামগ্রী বিক্রি ও প্রদর্শন করা হবে। ১০ ডিসেম্বর জিমনেশিয়াম প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় “বিজয় মঞ্চে” মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, উদ্দীপনামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, আবৃত্তি পরিবেশিত হবে। মেলায় সার্কাস, লটারি, ভেরাইটি শো কঠোরভাবে নিষিদ্ধ। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইন্দু নন্দন দত্ত, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান বদিউল আলম, মহাসচিব আহমেদুর রহমান সিদ্দিকী, মোহাম্মদ ইউনুছ, মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, কলিমুল্লাহ চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন প্রজন্মকে উজ্জ্বল ভবিষ্যতের ঠিকানার সন্ধান দিতে হবে -মহিউদ্দিন চৌধুরী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ