Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পররাষ্ট্রমন্ত্রী বদলাচ্ছে উত্তর কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হোকে সরিয়ে দিয়েছে পিয়ংইয়ং। বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, রি ইয়ং-হো’কে সরিয়ে দেওয়া হলেও তার স্থলাভিষিক্ত কে হবেন তা এখনও ঠিক করা হয়নি। আগামী ২৩ জানুয়ারি এই পদে নিয়োগ দেওয়া হবে। তবে দক্ষিণ কোরিয়াভিত্তিক বার্তা এনকে নিউজ জানিয়েছে, শান্তিপ‚র্ণ পুনরেকত্রীকরণ কমিটির সাবেক চেয়ারম্যান রি সোন গোন নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পারেন। ২০১৬ সাল থেকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন রি ইয়ং-হো। গত দুই বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাক্ষাতে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করেন তিনি। এনকে নিউজ জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী পদে রদবদলের মাধ্যমে উত্তর কোরিয়ার পররাষ্ট্র নীতিতে ব্যাপক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ১৯৫৬ জন্ম নেওয়া পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন নীতি নির্ধারণী বৈঠকে অংশ নেন। তবে গত বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেননি তিনি। এনকে নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ