Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কুকুরের সঙ্গে সেলফি তরুণীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

সোশ্যাল মিডিয়ার যুগে সেলফি রোগে আক্রান্ত অনেকেই। যে কোনো স্মৃতি ফেসবুক, ইনস্টাগ্রামে টাইমলাইনে জমা রাখতে আগ্রহী হয়ে ওঠেন তারা। এজন্য বিপজ্জনক সেলফি তোলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন কেউ কেউ। তেমনই এক সেলফি তুলে নাজেহাল অবস্থা হয়েছে লওরা স্যানসোন নামের এক আর্জেন্টাইন তরুণীর। কুকুরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে রক্তবন্যা বইয়ে দিয়েছেন নিজের সুন্দর মুখে। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত ১৪ জানুয়ারি আর্জেন্টিনার টুকুমানে। টাইমস টুয়েন্টি ফোর নিউজ জানায়, অ্যালসিসিয়ান নামে এক জার্মান শেফার্ড পোষ্য রয়েছে ১৭ বছরের তরুণী লওরার। বিছানায় নিয়ে কুকুরের সঙ্গে খেলার ফাঁকে হঠাৎ তার ইচ্ছে হয় সেলফি তোলার। যেই ভাবা সেই কাজ। কিন্তু এতে বড় বিপদ ডেকে আনেন তিনি। সেলফি তুলতে গেলে কুকুরটি কামড়ে লওড়ার মুখ ছিঁড়ে দেয়। রক্তবন্যায় ভিজে যায় বিছানা। আহত লওড়াকে দ্রæত তাকে হাসপাতালে নেয়া হলে ৪০ টি সেলাই পড়ে তার মুখে। ইতিমধ্যে লওড়া স্যানসোনের ক্ষতবিক্ষত চেহারা আর কুকুরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পোষ্য কুকুর হঠাৎ কেন এমন আচরণ করেছে সে প্রশ্ন ছুড়ে লওড়ার দ্রæত সেড়ে ওঠার কামনা করেছেন অনেকে। টাইমস টুয়েন্টি ফোর।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুকুর

১৫ জুলাই, ২০২২
২০ নভেম্বর, ২০২১
১৫ নভেম্বর, ২০২১
২৯ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ