Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুকুরের কামড়ে আহত ১০

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

যশোরের মণিরামপুরে একদিনে পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার হরিহরনগর ও কাশিমনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কাশিমনগর ইউনিয়নের সাতজন একই কুকুরের কামড়ে আহত হয়েছেন।

তারা হলেন, কাশিমনগর গ্রামের আইয়ান হোসেন, নাদড়া গ্রামের আড়াই বছর বয়সী রোজা খাতুন, ওই গ্রামের বিধান কুমার ও ছকিনা খাতুন, হুমাতলা গ্রামের গোলাম মোস্তফা ও সোহানা খাতুন, লেবুগাতী গ্রামের খাদিজা খাতুন। মণিরামপুর গ্রামের গৌরব সাহা, হরিহরনগর গ্রামের সিয়াম হোসেন ও এনায়েতপুর গ্রামের ফহিম হোসেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মজিদ বলেন, কাশিমনগর ইউনিয়নে একটি পাগলা কুকুর দৌঁড়ে সামনে যাকে পেয়েছে তাকে কামড়ে আহত করেছে।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ওয়ার্ডবয় আকতার হোসেন চিকিৎসকদের জানান, কুকুরের কামড়ে আহত ১০ জনকে হাসপাতাল থেকে প্রতিষেধক ইনজেকশন দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুকুরের কামড়ে আহত ১০

১৫ নভেম্বর, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ