Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সান্তাহার স্টেশনে সিসি ক্যামেরা

যাত্রীসেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে বিভিন্ন রেলরুটে আগের চেয়ে বেড়েছে ট্রেনের সংখ্যা। এর সাথে এখানে যাত্রীর সংখ্যাও বেড়েছে কয়েকগুন। একই সাথে রেল কর্তৃপক্ষের তরফ থেকে বাড়ানো হয়েছে যাত্রীসেবার মান ও নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীদের মালামাল চুরি ছিনতাই রোধে সবকয়েকটি প্লাটফর্মে বসানো হয়েছে সিসি ক্যামেরা। স্টেশন এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্ন কর্মীরা দিনরাত কাজ করছে। ফলে এখন আবর্জনা ও হকার মুক্তসহ স্টেশনের পাটফরমগুলো চকচক ঝকঝক করছে।
স্থানীয় স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম স্থানীয় রেল কর্মচারীদের সহযোগীতায় নিরলসভাবে এ কর্মকান্ড চালিয়ে পরিবেশ বান্ধব স্টেশন গড়ে তুলেছে বলে অনেকে জানিয়েছেন। এতে স্থানীয় রেল কর্মচারী, এলাকাবাসী এবং এই স্টেশন দিয়ে যাতায়াতকারী অনেক ট্রেন যাত্রী যাত্রীসেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে রেলের উদ্ধর্তৃন কর্তৃপক্ষ স্থানীয় স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিমসহ সংশিষ্ট ব্যাক্তিদের ধন্যবাদ জানিয়েছেন।
জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড়, একতা, দ্রতযান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম. চিলাহাটি থেকে আন্তনগর নীলসাগর, লালমনিহাট থেকে লালমনি এক্সপ্রেস, রংপুর থেকে রংপুর এক্সপ্রেস, সান্তাহার জংশন থেকে বুড়িমারী আন্তঃনগর করতোয়া, সান্তাহার থেকে দিনাজপুরগামী আন্তঃনগর দোলনচাপাসহ প্রায় ৩৫ ট্রেন সান্তাহার জংশন স্টেশনের ওপর দিয়ে চলাচল করে। ফলে এ স্টেশনে যাত্রী সংখ্যা এখন কয়েকগুন বেরেছে। এতে যাত্রীদের মালামাল চুরি ছিনতাই রোধে সবকয়েকটি প্লাটফর্মে বসানো হয়েছে সিসি ক্যামেরা। স্টেশন এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্ন কর্মীরা দিনরাত কাজ করছে। ফলে এখন আবর্জনা ও হকার মুক্তসহ স্টেশনের পাটফরমগুলো চকচকে ঝকঝকে দেখাযায়। এছারাও এজংশন স্টেশন অবর্জনা মুক্তর পাশাপশি স্টেশনের আশেপাশে অবৈধ দোকানপাঠ দখল মুক্ত, পানি সরবরাহ, ৫টি পাটফরমে যাত্রীদের বসার আধুনিক সীটের ব্যাবস্থা করা, স্টেশনকে হকার মুক্ত করামত কাজসহ একাধিক দপ্তরের লোকবল সংকট নিয়েও উদ্দ্যমতার সাথে যাত্রীসেবার এসব কার্যক্রম পরিচলানা আসছে স্টেশন মাস্টার রেজাউর করিম ডালিম। স্থানীয় রেল কর্মচারী, এলাকাবাসী এবং এই স্টেশন দিয়ে যাতায়াতকারী অনেক ট্রেন যাত্রী এখনকার যাত্রীসেবার মান নিয়ে সন্তষ প্রকাশ করেন। শহরের পাথরকুটা গ্রামের গোলাম হোসেন জানান, একসময় সান্তাহার স্টেশনে মলমূত্র, পলোথিন, কাগজ পরে
থাকায় দুর্গন্ধ বের হতো বসার সীট ছিলনা, হককরের আনাগনায় পরিবেশ বিগ্ন ঘটতো।
এখন সবসময় পরিস্কার জন্য লোকজন কাজ করে ভালো রেখেছে। পরিচ্ছোন্যের দিক থেকে দেশের অন্যন্নান্যে স্টেশনের চেয়ে সান্তাহার জংশন স্টেশন এখন পরিস্কার দেখাযায়। মালশন গ্রামের বাচ্চু মিয়া, নওগাঁর সাহপুর গ্রামের ফজল আলী ও একই মন্তব্য করে বলেন স্টেশন যেমন আছে তা অব্যাহত রাখতে স্থানীয় স্টেশন মাষ্টারের প্রতি আবেদন জানিয়েছেন।
এবিষয়ে স্থানীয় স্টেশন মাস্টার রেজাউর করিম ডালিমে সাথে কথা বললে তিনি বলেন ভালো কাজ করে যখন প্রসংশা পাওয়া যায় তখন সেসব কাজ কার আগ্রহ বারে। আমার স্টেশনে যাত্রীদের সেবার মান যাতে বারে সে প্রক্রিয়া চালিয়ে যাবো। স্থানীয় রেলওয়ে থানার ওসি মোঃ মনজের আলী বলেন স্টেশনে সিসি ক্যামেরা লাগানোর পর এখানকার অপরাধমুলক কর্মকান্ড কমে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেল

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ