Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাহমিদা নবীর উপস্থাপনায় নতুন অনুষ্ঠান সুরের আয়না

প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মাঝে মাঝে সঙ্গীতশিল্পী ফাহমিদা নদী উপস্থাপনা করেন। তবে একনাগাড়ে উপস্থাপনা কখনো করেননি। এবার একটি ধারাবাহিক অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক হয়ে আসছেন। বাংলাভিশনে শুরু হতে যাওয়া সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ‘সুরের আয়না’ নিয়ে তিনি হাজির হচ্ছে। ৮ এপ্রিল শুক্রবার বিকেল ৫.৪৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে। অনুষ্ঠানটি নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘আমরা অনেক সময় নিজেরা নিজেরা ঘরে আড্ডা দিতে দিতে মনের অজান্তেই গান গেয়ে উঠি। আবার গান শেষে আড্ডায় মেতে উঠি। সুরের আয়না অনুষ্ঠানটি ঠিক তেমনি একটি অনুষ্ঠান যেখানে গল্পে গল্পে শিল্পীদের কাছ থেকে গান শোনা হবে। সত্যি বলতে কী শিল্পীরা মানুষকে সুখী করার চেষ্টা করে, আনন্দ দেয়ার চেষ্টা করে। সুরের আয়নার মধ্যদিয়ে আমরা সেই আনন্দ দেয়ারই চেষ্টা করবো। আমার নিজের অনেক ভালো লেগেছে নতুনত্ব নিয়ে নির্মিত এই অনুষ্ঠানের উপস্থাপনা করতে। আশাকরি দর্শকেরও ভালো লাগবে।’ ফাহমিদা নবী জানান, অনুষ্ঠানে প্রথম অতিথি হিসেবে দেখা যাবে সামিনা চৌধুরী ও এস আই টুটুলকে। পরে একে দেখা যাবে হামিন-শাফিন, সুবীর নন্দী, কিরণ চন্দ্র রায় ও তার স্ত্রীকে এবং ইন্দ্রমোহন রাজ বংশী ও তার স্ত্রীকে। এদিকে ইউটিউবে এরইমধ্যে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে ফাহমিদা নবী ও শানের নতুন মিউজিক ভিডিও ‘সাদাকালো’। এটি নির্মাণ করেছেন লতা আচারিয়া। রাজন সাহার সুর সঙ্গীতে ফাহমিদা নবীর নতুন আরেকটি মিউজিক ভিডিও ‘মেঘলা মন’ শিগগিরই মুক্তি পাবে। এটি নির্মাণ করেছেন চন্দন চৌধুরী। এদিকে ২০০৭ সাল থেকে ভয়েস গ্রæমিং প্রতিষ্ঠান ‘কারিগর’ নিয়েও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন ফাহমিদা নবী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাহমিদা নবীর উপস্থাপনায় নতুন অনুষ্ঠান সুরের আয়না
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ