Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শিশু নির্যাতনের বিরুদ্ধে ফোয়াদ নাসের বাবু ফাহমিদা নবী ও মনার অ্যালবাম

প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনেদন ডেস্ক : সুন্দ্রাটিকি থেইকা মাদাইয়া/ লজ্জা ঢাকবা কি দিয়া/ নাগপুর থেকে নাইজেরিয়া/ করাচি থেকে ক্যালিফোর্নিয়া/ লজ্জা ঢাকবা কি দিয়া মানুষ/ লজ্জা ঢাকবা কি দিয়া। আন্তর্জাতিক পথশিশু দিবসে প্রকাশিতব্য অ্যালবামে এমনই কথায় ফোয়াদ নাসের বাবুর সুরে ও সঙ্গীত পরিচালনায় গান করছেন ফাহমিদা নবী ও পাপী মনা। গানটিতে আরো গাইছেন রনি, হাসান আহমেদ ও একাধিক শিশু। গান প্রসঙ্গে ফোয়াদ নাসের বাবু বলেন, শিশু নির্যাতন চলছে বিশ্বজুড়ে। সময়ের প্রামাণ্য চিত্র গানটি। আমার বিশ্বাস, গানটি মানুষকে ভাবাবে তার পরিচয় স¤পর্কে। শিশুদের নিয়ে ৩টি গানে সাজানো অ্যালবামের অন্য গান দুটি হচ্ছে, ছোটরাও বড় কিছু হয় এবং হাতিরপুলে হাতি নাই। অ্যালবামে দুটি গানের কথা লিখেছেন হাসন আহমেদ ও একটির কথা লিখেছেন পাপী মনা। ১২ এপ্রিল বিশ্ব পথশিশু দিবসে প্রকাশ হবে ছোটরাও বড় কিছু হও শিরেনামের অ্যালবামটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু নির্যাতনের বিরুদ্ধে ফোয়াদ নাসের বাবু ফাহমিদা নবী ও মনার অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ