Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঞ্জয় দত্ত জানালেন ‘মুন্নাভাই থ্রি’ নির্মাণের কথা

প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

তৃতীয় পর্বের কাজ শুরুতেই বন্ধ হয়ে যাওয়াতে সবাই ভেবেছিল মুন্নাভাই বোধ হয় আর পর্দায় ফিরবে না। ভালো খবর হলো, সঞ্জয় দত্ত নিজেই চলচ্চিত্রটি নির্মাণের অনানুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
‘মুন্নাভাই’ সিরিজের পরিচালক রাজকুমার হিরানি আয়োজিত এক পার্টিতে সঞ্জয় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মুন্নাভাই নির্মিত হবে। এটি তো নির্মিত হবে তা আগেই নিশ্চিত ছিল।’
এ ঘোষণা শুনে সবাই তালি বাজিয়ে অভিনেতাকে অভিনন্দন জানান।
কয়েক বছর আগে চলচ্চিত্রটির ট্রেইলার মুক্তি দেয়ার পর আকস্মিকভাবে নির্মাণ বন্ধ হয়ে যায়। পরে রাজকুমার হিরানি অন্য চলচ্চিত্রে ব্যস্ত হয়ে যান। প্রযোজক বিধু বিনোদ চোপড়া শেষে সুভাষ কাপুরকে পরিচালনার দায়িত্ব দেন। তবে তাতেই চলচ্চিত্রটির কাজ ধরা যায়নি। সর্বশেষ জানা গেছে, হিরানিই কাজটি করবেন। রণবীর কাপুরকে মূল ভূমিকায় নিয়ে সঞ্জয়ের জীবনী চলচ্চিত্রের কাজ শেষ করেই তিনি এটি ধরবেন।
ধারণা করা হচ্ছে ২০১৭তে ‘মুন্নাভাই থ্রি’র কাজ শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঞ্জয় দত্ত জানালেন ‘মুন্নাভাই থ্রি’ নির্মাণের কথা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ