Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারাবাস আমার গর্বকে চুরমার করেছিল -সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০২ এএম

অভিনেতা সঞ্জয় দত্ত এক সাক্ষাতকারে বলেছেন কারাবাস তার গর্বকে ভেঙে দিয়েছিল আর এতে তিনি মানুষ হিসেবে আরও ভাল হতে পেরেছেন। মুম্বাইতে ১৯৯৩ সালে বোমা হামলার ঘটনার সঙ্গে সম্পর্কিত অবৈধ আগ্নেয়াস্ত্র তার কাছে থাকার কারণে সঞ্জয় কয়েক বছর জেল খাটার পর ২০১৬’ ফেব্রæয়ারিতে মুক্তি পান। “আমার কারাবাস রোলার কোস্টার রাইডের চেয়ে কিছু কম নয়। একে ধনাত্মকভাবে দেখতে গেলে- এ থেকে আমি অনেক শিখেছি আর এতে আমি আরও ভাল মানুষ হতে পেরেছি,” সঞ্জয় বলেন। “পরিবার আর প্রিয় মানুষদের থেকে দূরে থাকা ছিল বড় চ্যালেঞ্জ,” তিনি বলেন, “প্রতি ছয় মাসে সাস্কৃতিক অনুষ্ঠান হত। যাবজ্জীবন প্রাপ্ত কয়েদীদের সংলাপ বলা, গান, নাচ আর স্কিট শিখিয়েছি। কঠিন সময়ে তারাই পরিবার হয়ে ওঠে, আমি হাল ছেড়ে দিলে তারাই আমার পাশে দাঁড়িয়েছে।” ‘মুন্না ভাই’ চরিত্রের অভিনেতাটি বলেন, “কারাবাস আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক উপলব্ধি এসেছে। এই সময়টা আমার গর্ব চুরমার কে দিয়েছে।
রাজকুমার হিরানির পরিচালনায় সঞ্জয় দত্ত’র জীবন নিয়ে ‘সঞ্জু’ শুক্রবার মুক্তি পেয়েছে। এতে তার ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। অন্যান্য ভূমিকায় আছেন- ভিকি কৌশল, সোনম কাপুর, পরেশ রাওয়াল, দিয়া মির্জা, টাবু এবং অতিথি ভূমিকায় আনুশকা শর্মা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঞ্জয় দত্ত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ