Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেমোক্র্যাটদের মনোনয়ন ৩ ফেব্রুয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

আগামী ৩রা ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন শুরু হচ্ছে। এখনো পর্যন্ত শুধু জনমত সমীক্ষায় প্রার্থীদের প্রতি সমর্থন সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছিল। তাতে দেখা যাচ্ছে, স্যান্ডার্সের তুলনায় ওয়ারেন এখনো পিছিয়ে। সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও পিট বুটিজিজের সঙ্গে তাদের হাড্ডাহাড্ডি প্রতিদ্ব›িদ্বতা চলছে। ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থীদের সপ্তম বিতর্কে লিঙ্গবৈষম্যের বিষয়টি প্রাধান্য পেয়েছে। এখনো কোনো প্রার্থী বাকিদের পেছনে ফেলে এগিয়ে যেতে পারছেন না। যুক্তরাষ্ট্রে চলতি বছর নভেম্বর মাসেই প্রেসিডেন্ট নির্বাচন। মঙ্গলবার দলের ছয় জন প্রার্থীর মধ্যে সপ্তম টেলিভিশন বিতর্কের পরেও তা স্পষ্ট হলো না। বরং ট্রাম্পের প্রতি আক্রমণাত্মক মনোভাবের বদলে সম্ভাব্য প্রার্থীদের মধ্যেই তীব্র সংঘাত প্রকাশ্যে আসলো। বিতর্কে এলিজাবেথ ওয়ারেন ও বার্নি সান্ডার্সের মধ্যে সংঘাত সবচেয়ে বেশি নজর কেড়েছে। স্যান্ডার্স নাকি ২০১৮ সালে একান্ত সাক্ষাতে ওয়ারেনকে বলেছিলেন, যে ২০২০ সালে কোনো নারী হোয়াইট হাউজ জয় করতে পারবেন না। স্যান্ডার্স এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। ওয়ারেন বিষয়টিকে নীতিগত প্রশ্ন হিসেবে তুলে ধরে বলেন, কোনো নারী প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করতে পারেন কিনা, সে বিষয়ে স্পষ্ট অবস্থান নেবার সময় এসে গেছে। এ প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন, মঞ্চে উপস্থিত পুরুষ প্রার্থীরা সম্মিলিতভাবে ১০টি নির্বাচনে হেরে গেছেন। অন্যদিকে নারী প্রার্থী হিসেবে তিনি নিজে ও মার্কিন সিনেটর এমি ক্লোবুখার প্রত্যেকটি নির্বাচনে জয়লাভ করেছেন। ডয়চে ভেলে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেমোক্র্যাট

২০ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ