Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেমোক্র্যাট দলের প্রার্থিতায় হিলারির মনোনয়ন নিশ্চিত

ওবামা অনুমোদন ঘোষণা করবেন চলতি সপ্তাহেই

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন নিশ্চিত করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমর্থন পাওয়ার পর ডেমোক্রেট দল থেকে তিনিই প্রার্থী হতে চলেছেন। এদিকে, প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথম মহিলা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্র্যাটিক পার্টির হিলারি ক্লিনটনকে সমর্থন দিতে যাচ্ছেন বলে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। চলতি সপ্তাহেই হিলারির প্রার্থিতা অনুমোদন করা হতে পারে বলে জানিয়ে ওবামা বলেন, হিলারির প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স অবশেষে তার দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চ্যালেঞ্জ পরিত্যাগ করেছেন। কাজেই এখন থেকে হিলারির পক্ষে প্রচারণায় আমি কাজ শুরু করবো।

ওবামা বলেছেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রচারাভিযান জোরদার করে ভোটারদের মনোযোগ সম্পূর্ণরূপে ঘুরিয়ে দিতে হবে, যাতে ডেমোক্রেটিক প্রার্থী জয়ী হতে পারে। তিনি বলেন, বার্নি স্যান্ডার্স ইতোমধ্যেই বুঝতে পেরেছেন তিনি হিলারির কাছে হেরে গেছেন এবং দলীয় প্রার্থী যাতে জয়লাভ করতে পারে সেদিকে মনোনিবেশ করবেন। খবরে বলা হয়, দেশটির ২৪০ বছরের ইতিহাসে তিনিই হচ্ছেন প্রথম নারী যিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করলেন। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি হিলারি নিজের একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে পরাজিত করে গত সোমবার এই গৌরব অর্জন করেন। ফলে তার এখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করায় আর কোনো বাধা থাকল না। এর আগে রোববার অনুষ্ঠেয় প্রাইমারিতে পুর্টোরিকোতে বড় জয় পাওয়ার পরই দলটির পক্ষ থেকে তার মনোনয়ন নিশ্চিত হয়। হিলারি ক্লিনটন মোট ২ হাজার ৩৮৪ ডেলিগেটের সমর্থন পেয়ে দল থেকে নিজের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এরমধ্যে প্লেজড ডেলিগেটের সমর্থন ১ হাজার ৮১২ এবং সুপার ডেলিগেটের সমর্থন রয়েছে ৫৭২। মনোনয়ন পাওয়ার জন্য তার দরকার ছিলো ২ হাজার ৩৮২ ডেলিগেটের সমর্থন। তিনি প্রয়োজনের চেয়ে একটি ডেলিগেটের সমর্থন বেশি পেয়েছেন। আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি লড়াই হবে ট্রাম্প ও হিলারির মধ্যে। এদিকে ডেমোক্রেটিক দলের অন্য প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স ১ হাজার ৫৬৬ ডেলিগেটের সমর্থন পেয়েছেন। এরমধ্যে প্লেজড ডেলিগেটের সমর্থন রয়েছে ১ হাজার ৫২০ এবং সুপার ডেলিগেটের সমর্থন রয়েছে ৪৬। গতকাল মঙ্গলবার সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, ডেমোক্রেটিক পার্টির প্রার্থিতার মনোনয়নের দৌড়ে থাকা বার্নি স্যান্ডার্সকে পরাজিত করে তিনি এই গৌরব অর্জন করলেন। ফলে এখন রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করায় আর কোনো বাধা থাকলো না। আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি লড়াই হবে ট্রাম্প ও হিলারির মধ্যে। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলে তিনিই জিতবেন এবং যুক্তরাষ্ট্রের ভালো প্রেসিডেন্ট হবেন বলে প্রেসিডেন্ট বারাক ওবামা এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন। সাক্ষাতকারটি গত রোববার প্রকাশিত হয়েছে। বিবিসি, নিউইয়র্ক টাইমস, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেমোক্র্যাট দলের প্রার্থিতায় হিলারির মনোনয়ন নিশ্চিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ