Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডেমোক্র্যাটিক আজাদ পার্টি ঘোষণা করলেন গুলাম নবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:১১ এএম

পূর্ব ঘোষণা মত নিজের দল ঘোষণা করলেন গুলাম নবি আজাদ। নাম দিলেন ডেমোক্রেটিক আজাদ পার্টি। কংগ্রেস থেকে বেরিয়ে আসার পর নিজের দল গড়ার কথা আগিয়ে জানিয়ে ছিলেন এই বর্ষীয়াণ রাজনীতিবিদ। সোমবার নীল-সাদা- হলুদ রঙের দলীয় পতাকাও প্রকাশ্যে আনেন তিনি। কংগ্রেসকে তোপ দেগে মাস খানেক আগেই উপত্যকার এই নেতা কংগ্রেস ত্যাগ করেন। গত ২৬ আগস্ট তিনি পদত্যাগ করেন কংগ্রেস থেকে। সোনিয়াকে সাড়ে চার পাতার একটি চিঠি দেন। সেই চিঠিতে কংগ্রেস সম্বন্ধে তাঁর সমস্ত অভিযোগ ও ক্ষোভ উগড়ে দেন তিনি। বিশেষ করে কংগ্রেসের দুরবস্থার জন্য কাঠগড়ায় তোলেন রাহুল গান্ধিকে। রাহুল কংগ্রেসের সহ-সভাপতি পদে বসার পর থেকেই সংগঠনের দুরবস্থা তৈরি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। ভারতের জাতীয় রাজনীতিতে তোলপাড় তোলে আজাদের এই সিদ্ধান্ত। আজাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও উঠতে শুরু করে প্রশ্ন। কিন্তু নিজের দল ঘোষণার পর সেই ধোঁয়াশা অনেকটাই দূর হল বলে মনে করছেন রাজনীতিক ওয়াকিবহাল মহল। এবিপি, টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেমোক্র্যাটিক আজাদ পার্টি ঘোষণা করলেন গুলাম নবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ