২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত ওজন বা মোটা হবেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। সংখ্যার বিচারে যা
মাথা ঘোরার বেশ কিছু কারণ আছে। এর মধ্যে ল্যাবিরিনথাইটিস অন্যতম। এ অসুখের অনেক রুগীই আজকাল পাওয়া যায়। কানের তিনটি অংশ আছে। বহিঃকর্ণ , মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। একদম ভেতরে অন্তঃকর্ণে ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত প্রদাহ হলে এ রোগ হয়। ল্যাবিরিনথাইটিস রোগে বিভিন্ন লক্ষণ থাকে । এর মধ্যে আছেঃ
১। কানে কম শুনতে পাওয়া
২। বমি, বমি ভাব
৩। অস্বস্থি
৪। ভারসাম্যের সমস্যা
৫। কানে ভেতর অস্বাভাবিক শব্দ হওয়া
৬। চোখের অনিয়ন্ত্রিত চলাচল ইত্যাদি।
ল্যাবিরিনথাইটিস ডায়াগনোসিস এর নির্দিষ্ট টেস্ট নেই। চিকিৎসক ভালভাবে ইতিহাস নিয়েই এই রোগ ডায়াগনোসিস করতে পারেন।
কয়েকদিন থেকে কয়েক সপ্তাহের মধ্যেই এই রোগ ভাল হয়ে যায় । বমি বন্ধ করার এবং মাথা ঘোরার ওষুধ দেয়া হয়। এখান থেকে তেমন কোন জটিলতাও হয়না।
ল্যাবিরিনথাইটিস পরিচিত সমস্যা। যেহেতু অসুখটি বিপদজনক নয় তাই এরকম হলে ভয় না পেয়ে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।