Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই সপ্তাহ পর জানা গেল পাত্রী পুরুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

উগান্ডার মধ্যাঞ্চলের কায়ুঙ্গা জেলার কিয়াম্পিসি এলাকার মসজিদ ন‚র এর ইমাম শেখ মোহাম্মদ মুতুম্বা বিয়ের দুই সপ্তাহ পরে জানতে পেরেছেন যে তিনি এক পুরুষকে বিয়ে করেছেন। বিষয়টি না জেনে বিয়ে করলেও ইতোমধ্যে তাকে মসজিদ থেকে বরখাস্ত করা হয়েছে। গণমাধ্যমটি জানায়, দুই সপ্তাহ আগে সওয়াবুল্লাহ নাবুকিরাকে বিয়ে করেন মুতুম্বা। এই ইমাম দুই সপ্তাহ পরও যাকে বিয়ে করেছেন, তিনি নারী নাকি পুরুষ বুঝতে পারেননি। শেষমেশ পুলিশ তাকে চুরির দায়ে গ্রেপ্তারের পর তার শরীরে তল্লাশি চালালে জানা যায়, তিনি একজন পুরুষ। তার নাম রিচার্ড তুমুশাবে। স্থানীয় নারী আমিসি কিবুঙ্গা বলেন, বিয়ের চারদিন পর আমাকে মুতুম্বা জানান তার স্ত্রী সবসময় পোশাক খুলতে আপত্তি করেন। আমি তার স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনা করি। কিন্তু এর আগেই জানতে পারি তিনি প্রতিবেশীর টেলিভিশন সেট ও জামাকাপড় চুরির দায়ে গ্রেপ্তারে হয়েছেন। ডেইলি মনিটর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুরুষ

২৯ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ