Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

২৮ মার্চ থেকে চট্টগ্রামে জাতীয় পুরুষ হ্যান্ডবল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ১২:০২ এএম

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় ৩২তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা আগামী ২৮ মার্চ থেকে এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে। এ প্রতিযোগিতায় সার্বিক ব্যবস্থাপনায় থাকছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। আর আর্থিক পৃষ্ঠপোষকতা করছেন এস এস ট্রেডিং। চার দিনব্যাপী এ লড়াইয়ে বর্ডারগার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ ২৬টি দল অংশ নিচ্ছে। গতকাল এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিজেকেএসএর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এ তথ্য জানান। সম্মেলনে প্রেস ক্লাব সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ আলী আব্বাস, কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ শাহাবুদ্দিন শামীম, স্পন্সর প্রতিষ্ঠান এস এস গ্রুপের হেড অব এইচআর মো. বখতিয়ার উদ্দিন ও হ্যান্ডবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আ ন ম ওয়াহিদ দুলাল বক্তব্য রাখেন। এবারের জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার ২০ লক্ষ টাকা বাজেটের মধ্যে স্পন্সর প্রতিষ্ঠান ১৫ লক্ষ টাকা এবং বাকি পাঁচ লক্ষ টাকা ফেডারেশন দিচ্ছে। ২৮ মার্চ প্রতিযোগিতার উদ্বোধন করবেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি থাকবেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও স্পন্সর প্রতিষ্ঠান এস এস ট্রেডিং-এর ম্যানেজিং ডাইরেক্টর সাইফুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় পুরুষ হ্যান্ডবল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ