Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণ বাংলাদেশ নৌবাহিনীর মহড়া সমাপ্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসমূহের বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০১৯’ গতকাল বুধবার সমাপ্ত হয়েছে। চ‚ড়ান্ত দিনের মহড়ার উল্লেখযোগ্য ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ থেকে মিসাইল উৎক্ষেপণ, শোল্ডার লাঞ্চড স্যাম ফায়ারিং, এ্যান্টিএয়ার র‌্যাপিড ওপেন ফায়ার, আরডিসি ফায়ার, ডিবিএসএস- নৌকমান্ডো মহড়া ও নৌ যুদ্ধের বিভিন্ন কলাকৌশল।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে বানৌজা বঙ্গবন্ধু থেকে সমাপনী দিবসের মহড়া প্রত্যক্ষ করেন। এসময় নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি জাহাজে এসে পৌঁছালে কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এম নাজমুল হাসান এবং বানৌজা বঙ্গবন্ধুর অধিনায়ক ক্যাপ্টেন কে ইউ এম আমানত উল্লাহ তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল জাহাজে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

আইএসপিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৮ দিনব্যাপী আয়োজিত এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইনসুইপার, পেট্রোলক্রাফট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট ও হেলিকপ্টার প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে।এছাড়া বাংলাদেশ কোস্টগার্ড, সেনা ও বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ এ মহড়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে।

নৌবাহিনীর এ বার্ষিক মহড়ার মূল প্রতিপাদ্য বিষয় ছিল সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্র সম্পদের হেফাজত, সমুদ্র পথের নিরাপত্তা বিধানসহ চোরাচালানরোধ, দস্যুতা দমন, উপক‚লীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সমুদ্র এলাকায় প্রহরা নিশ্চিতকরণ।
সমাপনী দিনে অন্যান্যের মধ্যে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিটসহ পদস্থ নৌ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 



 

Show all comments
  • KM Rezaul Karim ১৬ জানুয়ারি, ২০২০, ১:২৯ এএম says : 0
    মিসাইল নিজেরা তৈয়ার করে পরীক্ষা করলে, অবশ্যই ধনবাদ, (এখন ১২ কিঃমিঃ পরে ১২০/১,২০০/১২,০০০ হাজারে উন্নীত হবে) বর্তমানে প্রায় দেশ মিসাইল কৌটাতে ঢুকেছে, এমনকি মিয়ানমার মিসাইল ও রাসায়নিক রাষ্ট্রে পরিণত হয়েছে, কিন্তু আমরা তার দ্বারে কাছে নাই।
    Total Reply(0) Reply
  • Amir Khasro Sajjad ১৬ জানুয়ারি, ২০২০, ১:২৯ এএম says : 0
    অনান্য দেশ অান্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে অার এরা বারো কিলোমিটার এর মিসাইল পরীক্ষা করছে বাল!
    Total Reply(0) Reply
  • Kazi Nahid ১৬ জানুয়ারি, ২০২০, ১:৩০ এএম says : 0
    ২০২০ সালে এসে যদি ১২ মেইল রেঞ্জ হয় তাহলে ২০৪০ সালে কি ২০ মাইল হবে। যেখানে সব দেশে এখন মিসাইল নিন্ম রেঞ্জ ৫০০ উপরে। হাই খোদা কেমনে কি হবে আমাদের।
    Total Reply(0) Reply
  • Zakir Ctg ১৬ জানুয়ারি, ২০২০, ১:৩০ এএম says : 0
    ১২ কিলোমিটার হাসালেন ভাই, হাজার কিলোমিটার যেখানে পানিভাতে পরিনত সেখানে ১২ কিলোমিটার পেয়েই নাচানাচি
    Total Reply(0) Reply
  • Mohsin Kazi ১৬ জানুয়ারি, ২০২০, ১:৩০ এএম says : 0
    ১২ কিলোমিটার দুরের লক্ষ্যবস্তুতে অাঘাত করার সক্ষমতাটা অাধুনিক সামরিক শক্তির মানে হয়তো একটু কম, কিন্তু সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষায় এটি একেবারে ফেলনা কিছু নয়। অন্য কোন দেশের উদাহরণ টানার অাগে অামাদেরকে ভাবতে হবে যে, অামরা অস্ত্র প্রতিযোগী কিংবা অাগ্রাসী কোন দেশ নই। অামরা অামাদের সীমিত সাধ্যের মধ্যেই সামরিক বাহিনীকে শক্তিশালী করবো। অাজকের মিসাইলে যে গতি, তা যে অাগামীতে অারও বাড়বেনা -- তা কি করে বলি?
    Total Reply(0) Reply
  • MN Monjur ১৬ জানুয়ারি, ২০২০, ১:৩১ এএম says : 0
    বাংলাদেশে দিন দিন উন্নত হচ্ছে তবে কষ্ট বাড়ছে চাকরিতে অনেক
    Total Reply(0) Reply
  • জয়নুল আবেদীন রিপন ১৬ জানুয়ারি, ২০২০, ১:৩১ এএম says : 0
    এটাই আমাদের জন্য বড় পাওয়া। কারণ শুরু করাটাই গুরুত্বপূর্ণ। শুরু যখন হয়েছে ১২ থেকে ১২০০ যেতেই পারে। অসম্ভব কিছু না।
    Total Reply(0) Reply
  • Imran ১৬ জানুয়ারি, ২০২০, ৫:৩৩ এএম says : 0
    Mashallah, our country is reached to sky covering, Shukran
    Total Reply(0) Reply
  • Borhan uddin ১৬ জানুয়ারি, ২০২০, ৯:০৫ এএম says : 0
    Successful launching, observing its trajectory and analyzing the parameters are the main aim. I wish more success in future.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গোপসাগর

১০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ