Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদির রোষে থামবেন না মাহাথির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

কুটনৈতিক বিবাদে পাম ওয়েল আমদানিতে ভারতের নতুন বিধিনিষিধে মালয়েশিয়া উদ্বিগ্ন হলেও নিজেদের অবস্থান থেকে সরে না যাওয়ার আভাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। অর্থনৈতিকভাবে তার দেশ ক্ষতিগ্রস্ত হলেও অন্যায়ের বিরুদ্ধে সরব থাকার কথা জানিয়েছেন তিনি। খবর ডন অনলাইন। বিশ্বে ভোজ্য তেলের সবচেয়ে বড় ক্রেতা দেশ ভারত গত সপ্তাহে নিজেদের নীতি পরিবর্তন করেছে, যাতে মালয়েশিয়া থেকে কার্যত পরিশোধিত পাম ওয়েল আমদানি নিষিদ্ধ করা হয়েছে। ইন্দোনেশিয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তর পাম ওয়েল উৎপাদক ও রফতানিকারক দেশ হচ্ছে মালয়েশিয়া। ভারতের নতুন ধর্মভিত্তিক আইনের বিরুদ্ধে মাহাথির সরব হওয়ার পরেই তাতে আপত্তি জানিয়েছে হিন্দুত্ববাদী মোদি সরকার। ৯৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী স্পষ্টভাষী হওয়ায় সা¤প্রতিক মাসগুলোতে সউদী আরব ও ভারতের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্কে তিক্ততা শুরু হয়েছে। এর আগে অধিকৃত কাশ্মীরে ভারতের দখলদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। দেশটির তেল পরিশোধনকারীরা যখন ব্যাপক ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন, তখন মাহাথির বলেন, তার সরকার একটা সমাধান বের করে ফেলবে। সাংবাদিকদের তিনি বলেন, আমরা উদ্বিগ্ন। কারণ ভারতে আমরা বেশি করে পাম ওয়েল বিক্রি করতাম। কিন্তু অন্যায় চলতে থাকলে আমাদের অকপট হওয়া উচিত। আমাদের তা বলে দিতে হবে। মাহাথির বলেন, যদি আমরা অন্যায় চালিয়ে যাওয়ার সুযোগ করে দিই, কেবল এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের কথা ভাবি। তখন অনেক অন্যায় হয়ে যাবে। সোমবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশীয় পাম ওয়েল থেকে দ‚রে থাকতে ব্যবসায়ীদের অনানুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে ভারতীয় সরকার। এখন তারা ইন্দোনেশীয় তেলের দিকে বেশি ঝুঁকে পড়েছেন। রয়টার্সের খবরে বলা হয়, বিশ্বে পাম অয়েলের সবচেয়ে বড় ক্রেতা ভারত। অন্যদিকে এটি উৎপাদনে বিশ্বে দ্বিতীয় মালয়েশিয়া। কিন্তু গত সপ্তাহে মালয়েশিয়ার পরিশোধিত পাম অয়েল না কেনার কথা জানান ভারতীয় ক্রেতারা। এর আগে মাহাথির ভারতের নতুন ধর্ম ভিত্তিক নাগরিকত্ব আইনের সমালোচনা করলে আপত্তি জানায় নয়াদিল্লি। এরপরই মালয়েশিয়া থেকে ভারতীয় ক্রেতাদের পাম অয়েল না কেনার বিষয়টি সামনে আসে। এর ফলে মালয়েশিয়ার পাম পরিশোধ করা বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হলেও দেশটির সরকার একটি সমাধান খুঁজে বের করবে বলে জানান মাহাথির। তিনি বলেন, আমরা ভারতীয় ক্রেতাদের কাছে প্রচুর পাম অয়েল বিক্রি করি। আমরা তাই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে আমরা অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে কথা বলব। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, যদি আমরা অর্থের কারণে একটি অন্যায়কে প্রশ্রয় দিই, তবে আরও অনেকেই অনেক অন্যায় করবে। স্পষ্টভাষী মাহাথিরের বিভিন্ন মন্তব্যের জন্য সা¤প্রতিক মাসগুলোতে মালয়েশিয়ার সঙ্গে ভারত ও সউদী আরবের সম্পর্ক বেশি তিক্ত হয়ে উঠেছে। এর আগে ভারত মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল কাশ্মীরে আগ্রাসন চালাচ্ছে বলে অভিযোগ করেন ৯৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী। ডন, রয়টার্স।



 

Show all comments
  • ash ১৬ জানুয়ারি, ২০২০, ৫:৩৯ এএম says : 0
    SHOULD KICK OUT ALL INDIAN FROM MALYSIA !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহাথির

২০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ