Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিজিটাল বাংলাদেশ মেলায় দর্শনার্থীদের জন্য বাস সার্ভিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২০, ৩:৪৫ পিএম

আগামীকাল ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ডিজিটাল বাংলাদেশ মেলায় যাওয়া-আসার সুবিধার্থে দর্শনার্থীদের জন্য শাটল বাস সার্ভিস চালু করছে মেলা কর্তৃপক্ষ। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই মেলার টাইটেনিয়াম সহযোগী ‘হুয়াওয়ে’। তিন দিনব্যাপী এই মেলায় প্রথমবারের মতো বাংলাদেশের সাধারণ মানুষকে ৫-জি অভিজ্ঞতা দিতে যাচ্ছে হুয়াওয়ে, যা মেলার মূল আকর্ষণ। এছাড়াও নতুন নতুন প্রযুক্তির চমকপ্রদ নানান অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকছে। সে সব অভিজ্ঞতা অর্জনে আগ্রহী দর্শনার্থীদের সুবিধার্থেই রাজধানীর ৫টি রুটে এই শাটল বাস সার্ভিস চালু করা হচ্ছে।

ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন সকাল ১০টা ও দুপুর ১টায় বাসগুলো মেলার উদ্দেশ্যে ছেড়ে আসবে। মেলা শেষে দর্শনার্থীদের নিয়ে রাত ৮টায় বাসগুলো আবার নিজ নিজ রুটে ফিরে যাবে। শাটল বাস সার্ভিসের রুটগুলো যথাক্রমে উত্তরা, মালিবাগ, মতিঝিল, আজিমপুর ও মিরপুর।

উত্তরা রুটে প্রতিদিন সকাল ১০টা ও বেলা ১টায় বাস ছাড়া হবে আবদুল্লাহপুর থেকে। এরপর জসিমুদ্দীন, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড ও মহাখালী হয়ে বাসটি মেলার ভেন্যু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছাবে।

মালিবাগ রুটে মালিবাগ থেকে ছেড়ে রামপুরা, বনশ্রী, নতুন বাজার ও যমুনা ফিউচার পার্ক হয়ে বাসগুলো মেলা কেন্দ্রে আসবে।

একইভাবে মতিঝিল শাপলা চত্বর থেকে ছেড়ে দৈনিক বাংলা মোড়, জিরো পয়েন্ট, বিটিআরসি, বিটিসিএল, ফার্মগেট হয়ে শাটল বাস মেলাস্থলে আসবে। আজিমপুর রুটে নিউমার্কেট, সাইন্সল্যাব, জিগাতলা, শংকর, ধানমÐি-২৭ ঘুরে বাস পৌঁছাবে মেলাকেন্দ্রে।

মিরপুর রুটে বাস ছাড়বে মিরপুর-১২ থেকে। এরপর মিরপুর-৬, ঢাকা কমার্স কলেজ, সনি সিনেমা হল ও কাজীপাড়া হয়ে বাসটি মেলার ভেন্যু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছাবে। প্রতিদিন মেলা শেষে রাত ৮টায় বাসগুলো আবার নিজ নিজ রুটে ফিরে যাবে।

আগামী ১৬ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী এই মেলায় মেলায় আগত দর্শনার্থীগণ হুয়াওয়ের প্যাভিলিয়নে সরাসরি ৫জি স্পিড ও লো- ল্যাটেন্সি অভিজ্ঞতা নিতে পারবেন। এছাড়াও আকর্ষণ হিসেবে আনা হয়েছে বিশেষ একটি রোবট যাকে হাতের ইশারায় পরিচালনা করে খেলা যাবে ফুটবল।

পাশাপাশি আরও একটি প্লে-জোন থাকবে, যেখানে সবাই ৫জি প্রযুক্তির মাধ্যমে রিয়েল-টাইম ভি-আর উপভোগ করতে পারবেন। ৫-জি ভি-আর পরার সাথে সাথেই অংশগ্রহণকারী নিজেকে খুঁজে পাবেন স্কিইরত অবস্থায়।

উন্নত প্রযুক্তি এবং অডিও কিংবা ভার্চুয়াল রিয়েলিটির সরাসরি অভিজ্ঞতা দিতেই হুয়াওয়ের এই আয়োজন। থাকবে হুয়াওয়ের ৫জি স্মার্টফোনের অভিজ্ঞতা নেয়ার সুযোগ। আর ছাড়মূল্যে কেনা যাবে বাজারে বর্তমান হুয়াওয়ের ফোনগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিজিটাল বাংলাদেশ

১৩ ডিসেম্বর, ২০২০
১৯ আগস্ট, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ