Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে যাত্রীবাহী কোচের সঙ্গে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২০, ১১:২৪ এএম | আপডেট : ৬:১২ পিএম, ১৫ জানুয়ারি, ২০২০

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ডিপজল পরিবহনের যাত্রীবাহী একটি কোচের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক মহিলাসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী।
আজ বুধবার সকাল ৮টার দিকে তারাগঞ্জ উপজেলার বাছুরবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অ্যাম্বুলেন্স চালক রুবেল (২৫), যাত্রী বিপ্লব (২০) ও সাথী আক্তার (২৫)।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সকাল ৮টার দিকে তারাগঞ্জের বাছুরবান্ধা এলাকায় ডিপজল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে। আহতরা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ