Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যারি-মেগানের সিদ্ধান্তে রানীর সম্মতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২০, ১২:৫৫ এএম

রাজকুমার হ্যারি ও তার স্ত্রী মেগানের সিদ্ধান্তে ইতিবাচক সাড়াই দিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। গত সপ্তাহের বুধবার হ্যারি ও মেগান ‘সিনিয়র রয়্যাল’-এর ভ‚মিকা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা দিয়েছিলেন। তাদের এই ইচ্ছার প্রতি ‘পুরোপুরি সমর্থন’ রয়েছে বলে গতকাল বৈঠকে পরে জানালেন রানি এলিজাবেথ। কিন্তু রানি মনে করেন, তারা ‘রয়্যাল’ থেকে গেলেই ‘বেশি ভাল হত।’ রানির বক্তব্য, হ্যারি ও মেগান এ বার কানাডা ও ব্রিটেনে মিলিয়ে মিশিয়ে সময় ভাগ করে থাকবেন। তবে গোটা বিষয়টি নিয়ে আরও কিছু প্রক্রিয়া বাকি রয়েছে বলে জানিয়েছেন ৯৩ বছরের রানি।

রানির সঙ্গে কথা বলার কয়েক ঘণ্টা আগে হ্যারি এবং তার বড় ভাই রাজকুমার উইলিয়াম আবার জানান, তাদের মধ্যে কোনও রকম দ্ব›দ্ব নেই। ব্রিটেনের একটি পত্রিকায় সোমবার দাবি করা হয়েছিল, মেগান আর হ্যারি নাকি বলেছেন, উইলিয়াম তাদের সঙ্গে ‘অপমানজনক আচরণ’ করেছেন। এই প্রতিবেদনের ভাষা ব্যবহার নিয়ে কড়া আপত্তি জানিয়েছেন দুই ভাই। পত্রিকাটি লিখেছে, হ্যারির স্ত্রী মেগান নাকি বলেছেন, ব্রিটেনের রাজপরিবারে ২০ মাস থাকার পরে এ বার সরে যেতে চান তিনি। সব কিছুর দায় তিনি চাপিয়েছেন হ্যারির বড় ভাই উইলিয়ামের উপরে। বড়দিনের সময়ই নাকি মেগান বলেছিলেন, ‘এ ভাবে আমি আর পারছি না!’

কিন্তু মঙ্গলবার ওই পত্রিকার খবর নিয়ে ক্ষোভ প্রকাশ করে হ্যারি ও উইলিয়াম বলেছেন, ‘আমরা ওই খবরের সত্যতা স্বীকার না করা সত্তে¡ও ব্রিটেনের দৈনিকে সেটি প্রকাশিত হয়েছে।’ এর পরে দুই ভাই বুঝিয়েছেন, মানসিক স্বাস্থ্যের মতো বিষয়ে তারা অসম্ভব গুরুত্ব দেন। তাই তাদের কেউ অবমাননাকর ভাষা প্রয়োগ করবেন, এটা অকল্পনীয়। ক্ষতিকরও বটে।

অন্য দিকে এই সিদ্ধান্তে প্রিন্স ফিলিপ ক্ষুব্ধ হয়েছেন বলে দাবি। নরফোকের স্যানড্রিংহ্যাম এস্টেটে গতকাল তাকে সে ভাবেই দেখা গিয়েছিল। তিনি বলেছিলেন, আলোচনায় তিনি থাকতে চান না। রানি, যুবরাজ চার্লস এবং উইলিয়ামের উপরেই বিষয়টি ছেড়ে দেন তিনি। ২০১৭ সাল থেকে বাইরের কাজ থেকে অব্যাহতি নিয়েছেন ফিলিপ। তার পর থেকে নরফোকের স্যানড্রিংহ্যাম এস্টেটের একটি কটেজে থাকেন রানির সঙ্গে। গত বুধবার হ্যারি-মেগানের ঘোষণার পর থেকেই অত্যন্ত ক্ষুব্ধ হন ফিলিপ। ঘনিষ্ঠ সূত্রে তিনি নাকি বলেছিলেন, ‘ওরা কী করতে চাইছে?’ স্যানড্রিংহ্যাম এস্টেটের আলোচনায় গতকাল হ্যারিকে বোঝানো হয়েছে, ‘সিনিয়র রয়্যাল’-এর পদ থেকে সরলে কী কী বাধা তৈরি হবে। বৈঠকে উইলিয়ামের স্ত্রী, ডাচেস অব কেমব্রিজ কেট ছিলেন না। সূত্র : ইউরো নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজকুমার

১৮ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ