Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ১০ বাড়িঘর ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত সোমবার সন্ধ্যায় দু’পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। এসময় ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালানো হয়। গতকাল মঙ্গলবার সকালে এ হামলা ও লুটপাট ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

জানা যায়, উপজেলার ধরখার ইউনিনের রুটি গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিছুদিন পূর্বে একই গ্রামের আহাদ মিয়া ও আলামীনের লোকজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার সন্ধ্যায় আহাদ মিয়ার নেতৃত্বে ২০/২৫জন লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আলামীন ও তার লোকজনের উপর হামলা ব্যাপক হামলা চালায়। এতে আলামীনসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এসময় ৮টি ঘরে ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। আহতরা স্থানীয় হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নেয়। ধরখার ফাঁড়ির ইনচার্জ এস.আই. রকিবুল জানান, পূর্ব থেকেই তাদের মধ্যে বিরোধ ছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাঙচুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ