Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনামুলের ‘শূন্যের’ রেকর্ড

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

ঢাকা প্লাটুনের ওপেনার এনামুল হক বিজয় শ‚ন্য রানের ইনিংসের রেকর্ড গড়েছেন। গতকাল মিরপুরে বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন এই ওপেনার। এই নিয়ে বিপিএলের ইতিহাসে মোট ১১ বার শ‚ন্য রানে আউট হলেন ডানহাতি এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বিপিএলে তার চেয়ে বেশি শ‚ন্য রানে আউট আর কেউ হননি।
বিপিএলে সবচেয়ে বেশি শ‚ন্য রানের অনাকাক্সিক্ষত রেকর্ড থেকে এনামুল মুক্তি দিলেন ইমরুল কায়েসকে। ইমরুল শ‚ন্য রানে আউট হয়েছেন ১০ বার। এবারের বিপিএলটা খুব ভালো যাচ্ছে না এনামুলের। ১৩ ইনিংসে রানের খাতা খুলতে পারেননি ৩টিতে। নিয়মিত টপ অর্ডারে ব্যাটিং করলেও প্রত্যাশা প‚রণ করতে পারেননি মোটেও। ১৫.২৩ গড়ে রান করেছেন ১৯৮। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে তেড়েফুঁড়ে মারতে গিয়ে রুবেল হোসেনের হাতে তালুবন্দি হন এনামুল। মিডঅনে ক্যাচ দিয়ে ফেরেন শ‚ন্য রানে।

বিপিএলে ৮০ ইনিংসে এনামুলের শ‚ন্য রানের ইনিংস ১১টি, ইমরুলের ৭৮ ইনিংসে ১০টি। এরপর আছেন সাব্বির রহমান। ৭৭ ইনিংসে সাব্বিরের ‘ডাক’ ৯টি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেকর্ড

৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ