Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবালয়ে ফিড কারখানায় অগ্নিকান্ড

আরিচা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

শিবালয় উপজেলার উথলী-পাটুরিয়া সংযোগ সড়কের পার্শ্ববর্তী মাছ-মুরগির খাদ্য প্রস্তুতকারী মেগা ফিড কারখানায় অগ্নিকান্ডের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
কারখানার সহকারী ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আসলাম হোসেন জানান, কারখানার ১ নম্বর গুদামের পশ্চিম দিকের শেডে আগুনের সূত্রপাত ঘটে। এতে, পলিথিনের বস্তা ও তৈরিকৃত মাছের খাদ্যে আগুন দ্রæত ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। কারখানার নিজস্ব ব্যবস্থাপনা ও শিবালয়, ঘিওর, মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সোয়া ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, ইউএনও এএফএম ফিরোজ মাহমুদ, ওসি মিজানুর রহমান, আ.লীগ সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসসহ বিভিন্ন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সহয়তা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ