Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ১২:৩২ পিএম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের সীতাকুণ্ড ও সাতকানিয়া সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড একটি ফিলিং স্টেশনে নিজের ট্রাকের চাকায় পিষ্ট হন হেলপার মো. হাবেল (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান ফিলিং স্টেশন থেকে ট্রাক বের করার আগে হেলপার পেছনে গাড়ির চাকা চেক করছিলেন। এ সময় আকস্মিকভাবে তিনি গাড়ির চাকায় পিষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হাবেল টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার রূপশান্তি গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
এদিকে সাতকানিয়ার কেরানিহাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাহেন্দ্র গাড়ি থেকে পড়ে নুরুল আমিন (৩৫) নামের এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। চার চাকার গাড়ির পেছনে দাঁড়িয়েছিলেন জামতলী ক্যাম্পের আবদুল গফুরের ছেলে নুরুল আমিন। হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। রাত একটার দিকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ