মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের রাজধানী তেহরানে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে মার্কিন সরকারকে সম্প‚র্ণভাবে দায়ী করেছেন আমেরিকার খ্যাতনামা লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক স্টিফেন লেন্ডম্যান। তিনি বলেছেন, “ভুল করা যাবে না। আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে যে ট্রাম্প প্রশাসন ভয়াবহ যুদ্ধ শুরু করেছে তাদেরকেই এই ইউক্রেনের বিমান বিধ্বস্ত হওয়ার জন্য সম্প‚র্ণ দায় বহন করতে হবে। মার্কিন সরকারই ইরানের সামরিক বাহিনীকে আমেরিকার সম্ভাব্য আগ্রাসন মোকাবেলার জন্য সতর্ক অবস্থায় থাকতে বাধ্য করেছে।” তিনি আরো বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ৫২টি স্থানে সন্ত্রাসী কায়দায় বোমা হামলার হুমকি দিয়েছেন যা উত্তেজনাকে আরো বাড়িয়ে দেয়। মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোই হচ্ছে সীমাহীন যুদ্ধ-আগ্রাসনের ম‚ল কারণ।” লেন্ডম্যান বলেন, “যতদিন পর্যন্ত পেন্টাগনের বাহিনী মধ্যপ্রাচ্যের দেশগুলো দখল করে থাকবে ততদিন পর্যন্ত সেখানে শান্তি ও স্থিতিশীলতা আসবে না। এর বাইরে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন করে অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমেরিকার শত্রæতাম‚লক ভ‚মিকার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে এবং তাদের কারণেই বড় রকমের যুদ্ধের হুমকি দেখা দিয়েছে। এ ধরনের যুদ্ধ হলে অগণিত মানুষের প্রাণ যাবে।” ইন্টারনেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।